কিরগিজস্তানে শরণার্থীরা ফিরছে

কিরগিজস্তানে জাতিগত সহিংসতার কারণে উজবেকিস্তানে আশ্রয় নেওয়া হাজার হাজার শরণার্থী দেশে ফিরতে শুরু করেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দেশটিতে পার্লামেন্ট নির্বাচনও এক মাস এগিয়ে আনার চিন্তা করছে।
কিরগিজস্তানের বর্ডার সার্ভিস গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, এ পর্যন্ত ৩৫ হাজার শরণার্থী দেশে ফিরে এসেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে ফিরে আসা শরণার্থীদের সংখ্যা নিশ্চিত করা যায়নি। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র নাতালিয়া প্রকোপচুক জানান, ‘ঠিক কতজন শরণার্থী ফিরে এসেছে তার সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে বিপুলসংখ্যক শরণার্থী ফিরে আসছে, এটা বলতে পারি।’ শরণার্থীদের অনেকেই নিজের জীবন বাঁচাতে স্বজনদের ফেলে উজবেকিস্তানে আশ্রয় নেয়। তারা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাচ্ছে।
এদিকে সরকার পার্লামেন্ট নির্বাচন এক মাস এগিয়ে সেপ্টেম্বরে করার চিন্তাভাবনা করছে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। গত এপ্রিলে বিরোধীদের বিক্ষোভের মুখে দেশত্যাগে বাধ্য হন প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ। এর পর থেকে রোজা তুনবায়েভার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে।
১০ জুন কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলের ওশ শহরে কিরগিজ ও উজবেকদের মধ্যে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে দুই হাজার মানুষ নিহত হয়। এখন পরিস্থিতি মোটামুটি শান্ত হয়েছে। সরকার আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার সাংবিধানিক গণভোট অনুষ্ঠানেরও প্রস্তুতি নিচ্ছে।

No comments

Powered by Blogger.