কেন পূর্বাভাস দেয়া কঠিন এবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কে আগামী মেয়াদের জন্য নির্বাচিত হতে চলেছেন। ডেমোক্রেট দলের প্রার্থী কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ঘিরে ইতিমধ্যেই নানা পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। বেশির ভাগ বিশ্লেষক বলছেন কে জয়ী হবেন সে বিষয়ে নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়া সত্যিই খুব কঠিন কাজ। কেননা- উভয় প্রার্থীর জনপ্রিয়তা এখনো সমান্তরাল গতিতেই এগিয়ে যাচ্ছে।

সিএনএনের সাংবাদিক হ্যারি এন্টেন বলেন, নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি, আমার জীবনে কভার করা যেকোনো নির্বাচনের চেয়ে এ বছরের নির্বাচনী ফলাফলের পূর্বাভাস অনুমান করা কঠিন বলে মনে হয়। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য যেমন ভালো সংকেত রয়েছে তেমনি ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্যও এবারের নির্বাচন বেশ সম্ভাবনার।

প্রতিবেদনে বলা হয়, অনেক আমেরিকান বিশ্বাস করেন যে, এবারের নির্বাচনে বেশ কিছু বিষয় রয়েছে যার ভিত্তিতে আগাম পূর্বাভাস দেয়া কঠিন। এবার আগের যেকোনো নির্বাচনের চেয়ে অধিক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে ধারণা করছেন তারা।
কমালার জন্য মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিন রাজ্যে জয়ের পথ সহজ হতে পারে। তবে তিনি যদি অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা এবং উত্তর ক্যারোলাইনা রাজ্যে পরাজিত হন তাহলে তার জয়ের সমীকরণ মেলানো বেশ কঠিন হয়ে দাঁড়াবে।
অন্যদিকে মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে ভোটগ্রহণের গড় ফলাফলে এই মুহূর্তে কমালা এবং ট্রাম্প এক পয়েন্ট ব্যবধানে অবস্থান করছেন। নির্বাচনের দিন পর্যন্ত এভাবে চলতে থাকলে, অন্তত ৫০ বছরের মধ্যে এবার প্রথমবারের মতো এই তিনটি রাজ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধানে চূড়ান্ত গড় তৈরি হবে।

এর চেয়ে বড় কথা হচ্ছে, জুলাইয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমালা ওই তিন রাজ্যে ধারাবাহিকভাবে খুব সামান্য পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্প বা কমালা কেউই কখনো এই রাজ্যগুলোতে ৫ পয়েন্টের বেশি ব্যবধান নিশ্চিত করতে পারেননি। ৬০ বছরের মধ্যে এটিও প্রথম যে, কোনো প্রার্থীই একে অপরের বিরুদ্ধে ৫ পয়েন্টের বেশি গড় অতিক্রম করতে পারেননি।
অনেক রিপাবলিকান মনে করছেন, এবারের নির্বাচনে ট্রাম্পই জয়ী হবেন। কেননা, সাবেক এই প্রেসিডেন্ট ২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেন। যদি ট্রাম্প গত দুইবারের মতো ভোট পান তাহলে তিনি এবারের ৩০০টির বেশি আসনে জয়ী হতে পারেন।
রিপাবলিকানদের এই আশা ব্যর্থ হতে পারে বলেও মনে করেন হ্যারি এন্টেন। সতর্ক করে তিনি বলেন, যেসকল রাজ্যে কমালা এবং ট্রাম্পের ভোট পাওয়ার গড় সমানুপাতিক সেখানে যদি ট্রাম্পের  ভোট মিসিংয়ের হার বেশি হয় তাহলে তিনি হেরে যেতে পারেন। ২০২২ সালে ডেমোক্রেটদের পক্ষে যে পরিসংখ্যান রয়েছে তাতে মনে হচ্ছে, ট্রাম্পের পক্ষে ভোট মিসের গড় বেশি হলে কমালাই ৩০০টির বেশি আসনে জয় পেতে পারেন। তাই এখনই বলা যাচ্ছে না যে, কে হচ্ছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে এবারের মার্কিন নির্বাচনের আগাম ফল অনুমান করা কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

mzamin

No comments

Powered by Blogger.