আতঙ্কে দিন কাটছে ‘শেভরন’ কর্মীদের, থানায় জিডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি by দীন ইসলাম
আতঙ্কে
দিন কাটছে বহুজাতিক গ্যাস সরবরাহকারী কোম্পানি শেভরনের
কর্মকর্তা-কর্মচারীদের। প্রতিদিনের কাজে ৯৪ গুলশান এভিনিউ হোল্ডিংয়ের
খন্দকার টাওয়ারের ৭ম ও ১৪ তলায় যেতে তারা ভয় পাচ্ছেন। কারণ অফিসে ঢোকার
মুখেই তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। দায়িত্বশীল পদে থাকা কর্মীদের নানাভাবে
হেনস্তা করা হচ্ছে। নিজেদের নিরাপত্তা চেয়ে গত ১৩ ও ১৫ই মে, ২১শে জুন
শেভরনের পরিচালক (অপারেশনস) গর্ডন মুরি আলাদাভাবে গুলশান থানায় তিনটি
সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে
(ওসি) অবহিত করে আলাদা দুটি চিঠি দেয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এসব
চিঠি ও জিডিতে নিজেদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেছে শেভরন। এর পরও
নিজেদের নিরাপত্তাহীন মনে করছে বিদেশী এ কোম্পানিটি। ফলে অনেকটা বাধ্য হয়ে
বিষয়গুলো জানিয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনকে (পেট্টোবাংলা)
চিঠি দিয়েছে শেভরন। যাতে বলা হয়েছে, কনট্র্রাকটর কোম্পানি (ঠিকাদারি
প্রতিষ্ঠান) কর্তৃক অস্থায়ী ড্রাইভারদের নিয়োগ বাতিল ও বহিরাগতদের বাধার
মুখে এমন নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেভরনের চিঠির ভিত্তিতে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়
ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের কাছে
একটি চিঠি দিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ। গত ২রা জুলাই
পাঠানো ওই চিঠির বিষয়বস্তুতে বলা হয়েছে, শেভরনের ঢাকাস্থ কার্যালয়ে
আন্দোলন, প্রতিবন্ধকতা ও হুমকি প্রদান-সংক্রান্ত। চিঠিতে বলা হয়েছে,
পিএসসির আওতায় পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে সাম্প্রতিক সময়ে বিভিন্ন
সম্প্রসারণ কর্মসূচি এবং জালালাবাদ ড্রিলিং কার্যক্রম বাস্তবায়ন শেষে
সার্ভিস কনট্র্রাকটের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত কিছুসংখ্যক
ড্রাইভারের নিয়োগ সংশ্লিষ্ট কনট্র্রাকটর বাতিল করে। কনট্রাকট বাতিলের
কারণে চাকরিচ্যুত ড্রাইভাররা বেশ কিছু বহিরাগতসহ সম্মিলিতভাবে শেভরনের
গুলশানের কার্যালয়ের প্রবেশদ্বারে জোটবদ্ধ হয়ে আন্দোলন, মিছিল, মিটিং ও
কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের প্রতিবন্ধকতাসহ নানাবিধ হুমকি প্রদর্শন
করে আসছে বলে শেভরন পত্র মারফত জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতি-সংক্রান্তে
শেভরন কর্তৃপক্ষ ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় তিনটি সাধারণ ডায়েরিসহ
নিরাপত্তার আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একাধিক পত্র
পাঠিয়েছে। পেট্রোবাংলার চিঠিতে বলা হয়, শেভরন বাংলাদেশের সর্ববৃহৎ
গ্যাসফিল্ড বিবিয়ানাসহ জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ফিল্ডের অপারেটর।
পিএসসির আওতায় শেভরন এ তিনটি গ্যাস ফিল্ডের অপারেশন কার্যক্রম পরিচালনা
করছে। দেশে দৈনিক মোট উৎপাদিত গ্যাসের ৫৫% গ্যাস এ তিনটি গ্যাস ফিল্ড থেকে
উৎপাদিত হচ্ছে। স্বাক্ষরিত পিএসসির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী স্বাক্ষরকারী
আইওসি তথা শেভরনের কর্মকর্তা- কর্মচারীদের জানমালের নিরাপত্তা বিধানে
সরকারের দায়বদ্ধতা রয়েছে। এ কারণে শেভরনের কর্মকর্তা-কর্মচারীদের
নির্বিঘ্নে অফিস কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা
হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনট্র্রাকটরি কোম্পানি কর্তৃক নিয়োগ
বাতিলকৃত ড্রাইভাররা এখনও শেভরনের প্রধান কার্যালয়ে জড়ো হচ্ছে। তারা
ড্রাইভারদের বসার জায়গা দখল করে রাখছে। পাশাপাশি শেভরন কার্যালয়ে প্রবেশ
করার জন্য নিরাপত্তাকর্মীদের নানা হুমকি দিচ্ছে। এ নিয়ে তাদের দুশ্চিন্তা
আরও বাড়ছে।
No comments