যুক্তরাষ্ট্রে ইতিহাসের হাতছানি- রাশিয়া, চীন, ইরানের হস্তক্ষেপ!
এসব ষড়যন্ত্র তত্ত্ব বা বাইরের হস্তক্ষেপ এবার রাজনীতিতে কতোটা প্রভাব ফেলবে তা আগাম বলা যায় না। কিন্তু অনেকেই আশঙ্কা করছেন ট্রাম্পকে নিয়ে। কারণ, তিনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন পরাজিত হলে তিনি নির্বাচনের ফল মানবেন না। যদি তিনি পরাজিত হনই, তাহলে ফল না মেনে কি করবেন সে বিষয়ে পরিষ্কার করেননি। এক্ষেত্রে ২০২১ সালের ৬ই জানুয়ারির দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। ওইদিন তার উস্কানিতে তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা চালায়। ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়। ওই সময় ক্যাপিটল হিলে উপস্থিত সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সহ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। তারা নিরাপদে সরে গিয়ে জীবন রক্ষা করেন। ওইদিন দাঙ্গায় নিহত হন কমপক্ষে ৫ জন। নির্বাচনের ফল প্রকাশের আগে কয়েকটি রাজ্যে নির্বাচনী ফল উল্টে দেয়ার জন্য তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এমনকি ফল না মেনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নির্দেশ দেন, তাকে বিজয়ী ঘোষণা দিতে। কিন্তু মাইক পেন্স সেই অনুরোধে বা নির্দেশে সাড়া দেননি। তিনি নির্বাচনের ফল মেনে নিয়ে জো বাইডেনের হাতে ক্ষমতা তুলে দেয়ার আয়োজন সম্পন্ন করেন। এখানেই শেষ নয়, ট্রাম্প যেসব ঘটনা ঘটিয়েছেন, তারপরও তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী এবং তাকে প্রায় সমান সংখ্যক ভোটার সমর্থন করছেন- এটাই তার অর্জন। বিশ্লেষকরা বলেন, দাম্ভিকতা, অহংবোধ এবং বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সমাজকে, রাজনীতিকে বিভক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প। নিকট অতীতে এতটা বিভক্ত ছিল না যুক্তরাষ্ট্র। তিনি নির্বাচিত হলে গাজা, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কীভাবে তা করবেন সে বিষয়ে বিস্তারিত বলেননি। এটা এমনও হতে পারে মুসলিমদের ভোট পাওয়ার কৌশল। যতটা মুসলিমপ্রেমী হিসেবে তাকে মনে করা হচ্ছে এখন, আদতে তিনি ততটা নন। মনে আছে, প্রেসিডেন্ট থাকাকালে তিনি ফিলিস্তিন, সৌদি আরব সহ মুসলিমদের বিরোধিতার মুখে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন। তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরিত করেন। ট্রাম্পের বিতর্ক এখানেই শেষ নয়। ২০২০ সালে করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে যখন মৃত্যুর মিছিল, তখন তিনি নিজে মুখে মাস্ক না পরে টিকাবিরোধী প্রপাগান্ডা চালান। ফলে তিনি যে জনমানুষের কথা খুব বেশি ভাবেন বা তাদেরকে প্রাধান্য দেন- তেমনটা হলফ করে বলা যায় না।
তবু তিনি নির্বাচন করছেন। কারণ, নির্বাচিত হলে তার বিরুদ্ধে যারা আইনি ব্যবস্থা নিচ্ছেন- তাদেরকে তিনি দেখে নেবেন।
২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। সেই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আছে। তার আট বছর পর আবার মঙ্গলবার নির্বাচন। এবারও বিদেশি হস্তক্ষেপের ভয় আছে। এমন হস্তক্ষেপ করতে পারে রাশিয়া, চীন ও ইরান। আগের চেয়ে এই হস্তক্ষেপের আশঙ্কা অনেক বেড়েছে। যদি হস্তক্ষেপ হয় তাহলে তা শনাক্ত করা খুব জটিল হবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তা, প্রযুক্তি বিষয়ক কোম্পানি এবং একাডেমিক গবেষকদের মতে, রাশিয়া, চীন এবং ইরানের মতো বিদেশি বিভিন্ন দেশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে। তারা ক্রমশ তাদের এই কৌশল বৃদ্ধি করছে। তারা যদি সামান্য ভোটের ব্যবধান ঘটাতে পারে, তাহলে তাতে নির্বাচনের ফল বদলে যেতে পারে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, গত নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিল রাশিয়া। এবার তারা তা আরও বৃদ্ধি করতে পারে। তবে তার প্রতিপক্ষ কমালা হ্যারিসকে পছন্দ করে ইরান। কারণ, প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে ট্রাম্প ইরানের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা বহাল করেন। এতে ইরান নতুন করে আর্থিক সংকটে পড়ে।
রাশিয়া এবং ইরানের পছন্দের প্রার্থী থাকলেও চীনের দৃশ্যত কোনো পছন্দ নেই এই নির্বাচনে। কিন্তু তাদের লক্ষ্য পরিবর্তন হয়নি। তাদের উদ্দেশ্য বিশ্বের চোখে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে বিশৃঙ্খল ও অসম্মানিত করা। প্রচারণায় আবির্ভাব ঘটেছে পাল্টে যাওয়া মিডিয়া ব্যবস্থা এবং প্রযুক্তির নতুন নতুন হাতিয়ার। এর ফলে মানুষকে বোকা বানানো সহজ হয়েছে। ২০১৬ সালের নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার প্রাথমিক কারিগর রাশিয়া। তারা ফেসবুকে পোস্ট দিয়ে প্রধানত এটা করেছে। এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব সৃষ্টি করতে একই রকমভাবে যুক্ত ইরান ও চীন। এই তিনটি দেশ কয়েক ডজন প্ল্যাটফরমে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেসব মাধ্যম মার্কিনিরা ব্যবহার করে, মার্কিনিরা চ্যাট করে, আবহাওয়া জানতে চায়- এমন সব মাধ্যমে তারা তাদের আগ্রহকে শেয়ার করছে। এসব দেশ একটি অন্যটির থেকে কৌশল জানছে। তবে তাদের মধ্যে সরাসরি কৌশলগত কোনো সহযোগিতা আছে কিনা তা নিয়ে বিতর্ক আছে। টেলিগ্রামে বিভক্তি সৃষ্টিকারী জিনিসপত্র ছড়িয়ে দেয়া হচ্ছে রাশিয়ান অ্যাকাউন্ট থেকে। তার মধ্যে কখনো কখনো পোস্ট দেয়া হচ্ছে বিষোদ্গারমূলক ভিডিও, মেমে ও বিভিন্ন রকম নিবন্ধ। চীন থেকে এমন শত শত অ্যাকাউন্ট আছে। তাতে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে উত্তেজনা সৃষ্টি করতে উদ্বুদ্ধ করা হয়। কম গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘গ্যাব’-এ অ্যাকাউন্ট আছে দু’টি দেশেরই। উগ্র ডানপন্থিদের কাছে এই মাধ্যম পছন্দের। এখানে তারা ষড়যন্ত্র তত্ত্বকে অনুমোদন দিতে কাজ করে। রেডিট নামের অনলাইনে ডনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে চেষ্টা করেছে রাশিয়ার অপারেটিভরা। রেডিফ ফোরামটি ব্যাপকভাবে ব্যবহার করে উগ্র ডানপন্থিরা। এর মধ্যদিয়ে হিস্প্যানিক আমেরিকান, ভিডিও গেমার এবং ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল হিসেবে চিহ্নিতদের সহ ৬টি সুইং স্টেটের ভোটারদের টার্গেট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করেছে সেপ্টেম্বরে।
ভুয়া তথ্য ছড়িয়ে দিতে সম্পদ ব্যবহার করেছে ইরান। ‘নট আওয়ার ওয়্যার’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান সামরিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এতে আমেরিকাবিরোধী দৃষ্টিভঙ্গি ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেয়া হচ্ছে। ‘আফ্রো মেজরিটি’ নামের আরেকটি সাইটে কন্টেন্ট সৃষ্টি করা হয়েছে কৃষ্ণাঙ্গ মার্কিনিদের টার্গেট করে। ‘সাভানা টাইমস’ নামের আরেকটি সাইটে জর্জিয়া সুইং স্টেটের ভোটারদেরকে আন্দোলিত করার চেষ্টা করেছে। আরেকটি সুইং স্টেট মিশিগানে ইরান সৃষ্টি করেছে অনলাইন আউটলেট ‘ওয়েস্টল্যান্ড সান’। ডেট্রয়েটে বসবাসকারী আরব আমেরিকানদের দৃষ্টি আকর্ষণ করতে তৈরি করা হয়েছে এই সাইট। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির সিনিয়র বিশ্লেষক ম্যাক্স লেসার বলেন, মিশিগানে আরব ও মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করবে ইরান। কারণ, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ইরান জানে।
No comments