ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন আফখাম

ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো একজন নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিচ্ছে ইরান। মারজিয়েহ আফখাম নামের ওই নারী হবেন ইরানের ইতিহাসে দ্বিতীয় নারী রাষ্ট্রদূত। তিনি পূর্ব এশিয়ার কোন একটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। গত সপ্তাহে ইরানের মধ্যপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, নারীদের জন্য সমান অধিকার তৈরি করা সরকারেরই দায়িত্ব। তারই অংশ ভাবা হচ্ছে, মারজিয়েহ আফখামের রাষ্ট্রদূত পদে নিয়োগ। তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম নারী মুখপাত্র হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তবে তিনি কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন, তা নিশ্চিত নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে সর্বশেষ মোহাম্মদ রেজা শাহ পাহলভির আমলে মেহরাঙ্গিজ দোলাতশাহি নামের এক নারী ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবার সুরক্ষা আইনের পক্ষে কাজ করে যাওয়া মেহরাঙ্গিজ ছিলেন তিনবারের সংসদ সদস্য। এরপর বিপ্লব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পেরেছিলেন। তারপর মারজিয়েহ আফখামই হতে যাচ্ছেন ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত। হাসান রুহানির সরকারের এ সিদ্ধান্তকে ইরানে নারী ক্ষমতায়নের জন্য মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর আগে জাপানে ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলেন এক নারী। মানসৌরেহ শারিফিসাদর নামের ওই কূটনীতিক বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও নারীবিষয়ক বিভাগে কাজ করছেন। হাসান রুহানির পূর্বসূরি মাহমুদ আহমাদিনেজাদের আমলে মারজিয়েহ ভাহিদ দাস্তজেরদি নামের এক নারী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেটিই ছিল ইরানের কোন নারীর জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ পদে আসীন হওয়ার ঘটনা।

No comments

Powered by Blogger.