বাংলাদেশের ভেতর দিয়ে ১০০০০ টন চাল যাবে ত্রিপুরায়

বাংলাদেশের ভেতর দিয়ে ভারত আরও ১০ হাজার টন চাল পাঠাবে ত্রিপুরায়। এর আগেও কয়েকবার বাংলাদেশের  ভেতর দিয়ে খাদ্যশস্য পাঠানো হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে। ত্রিপুরার খাদ্য ও বেসামরিক সরবরাহবিষয়ক মন্ত্রী ভানুলাল সাহা বলেছেন, ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) তাদেরকে জানিয়েছে যে, আগামী সপ্তাহে বাংলাদেশের ভেতর দিয়ে ১০ হাজার টন চাল পাঠানো হবে ত্রিপুরায়। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়- ত্রিপুরা, মনিপুর, মিজোরাম ও আসামের উত্তরাঞ্চলে রেল লাইনকে ব্রডগেজে রূপান্তরের কাজ চলছে গত আগস্ট থেকে। এ সময় থেকেই ওইসব রাজ্যের ভেতর দিয়ে রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে খাদ্যশস্য ও অন্যান্য জিনিস স্থানান্তরে তারা ব্যবহার করছে বাংলাদেশকে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েজ ওই লাইনগুলো রূপান্তরের কাজ করছে। দু’দফায় তা আগামী বছর মে মাসে শেষ হওয়ার কথা।  মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রেললাইনের এ কাজ শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে নিয়মিত চাল পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। বর্ষা মওসুম শুরু হওয়ার আগে এভাবে ত্রিপুরায় সঙ্কট মোকাবিলায় চালের মজুত গড়ে তোলা হবে। ওই অঞ্চলে বর্ষা মওসুম শুরু হয় জুন মাসে। তা অব্যাহত থাকে সেপ্টেম্বর পর্যন্ত। এতে খাদ্যশস্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বেশ সঙ্কট হয় ওই অঞ্চলে। তখন আর পাহাড়ি পথে এসব পণ্য পাঠানো সম্ভব হয় না। কারণ, ওইসব পাহাড়ি পথ ভূমিধসপ্রবণ। এর আগে অন্ধ্র প্রদেশ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে দু’ দফায় ১০ হাজার টন চাল স্থানান্তর করেছে এফসিআই। ভারত সরকারের এ প্রতিষ্ঠান আগামী বছর বাংলাদেশের ভেতর দিয়ে বিভিন্ন দফায় ৩৫ হাজার টন চাল পাঠাবে।

No comments

Powered by Blogger.