‘আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে’’, জম্মু ও কাশ্মীরে আগামী ৬ মাসেই নির্বাচনের সম্ভাবনা; অমিত শাহ
কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার জানালেন, সরকার জম্মু ও কাশ্মীরে
সন্ত্রাসবাদকে খতম করতে অনেক পদক্ষেপ করেছে। এবং এখন সেখানকার আইন-শৃঙ্খলা
পরিস্থিতি অনেকটাই ভাল হয়েছে। আগামী ছ’মাসের মধ্যে সেখানে বিধানসভা
নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। অমিত শাহ লোকসভায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ
বাড়ানোর বিল পেশ করলে সেখানে বিধানসভা নির্বাচনের দাবি ওঠে। ওই রাজ্যে
বিধানসভা নির্বাচনের দাবি দীর্ঘদিনের। গত বছরের জুন মাসে বিজেপি মেহবুবা
মুফতির ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে জোট ভেঙে দিলে জম্মু ও কাশ্মীরে
রাষ্ট্রপতি শাসন জারি হয়। বছরের শেষে সেখানে নির্বাচন করতে গেলেও
রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানো প্রয়োজন।
সন্ত্রাসের প্রতি ‘জিরো টলারেন্স’ ও সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে বিজেপি সরকার ওই রাজ্যে অনেক পদক্ষেপ করেছে সেকথা জানান অমিত শাহ। তিনি বলেন, ‘‘অতীতে এখানে নির্বাচনের সময় রক্তের স্রোত বইতে দেখেছি আমরা। কিন্তু এখন নির্বাচনের সময় কোনও রক্তপাত ঘটে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষকে তাদের অধিকার দিতে চেষ্টা করছি আমরা। মাত্র এক বছরে বহু ইস্যুর সমাধান করা গিয়েছে।”
গত মার্চে, পুলওয়ামা জঙ্গি হানার ঘটনা ৪০ জন সেনার মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজন করার প্রস্তাব দেয়। কিন্তু রাজ্য সরকার আপত্তি জানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে। নিরাপত্তা প্রসঙ্গ খতিয়ে দেখে কাশ্মীরের অনন্তনাগে তিন পর্বে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়।
রাজ্যের রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল, বিজেপি রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করতে দিচ্ছে না। গত মাসে কমিশন ইঙ্গিত করে নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত মিলেছে।
অমিত শাহ জানান, ‘‘রমজানের সময় নির্বাচন করা সম্ভব নয়। এরপরেই রয়েছে অমরনাথ যাত্রা। ওখানে সঠিক সময়েই নির্বাচন হবে যদি বিলটি পাস হয়ে যায় এবং সম্প্রসারিত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হয়।”
সন্ত্রাসের প্রতি ‘জিরো টলারেন্স’ ও সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে বিজেপি সরকার ওই রাজ্যে অনেক পদক্ষেপ করেছে সেকথা জানান অমিত শাহ। তিনি বলেন, ‘‘অতীতে এখানে নির্বাচনের সময় রক্তের স্রোত বইতে দেখেছি আমরা। কিন্তু এখন নির্বাচনের সময় কোনও রক্তপাত ঘটে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষকে তাদের অধিকার দিতে চেষ্টা করছি আমরা। মাত্র এক বছরে বহু ইস্যুর সমাধান করা গিয়েছে।”
গত মার্চে, পুলওয়ামা জঙ্গি হানার ঘটনা ৪০ জন সেনার মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজন করার প্রস্তাব দেয়। কিন্তু রাজ্য সরকার আপত্তি জানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে। নিরাপত্তা প্রসঙ্গ খতিয়ে দেখে কাশ্মীরের অনন্তনাগে তিন পর্বে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়।
রাজ্যের রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল, বিজেপি রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করতে দিচ্ছে না। গত মাসে কমিশন ইঙ্গিত করে নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত মিলেছে।
অমিত শাহ জানান, ‘‘রমজানের সময় নির্বাচন করা সম্ভব নয়। এরপরেই রয়েছে অমরনাথ যাত্রা। ওখানে সঠিক সময়েই নির্বাচন হবে যদি বিলটি পাস হয়ে যায় এবং সম্প্রসারিত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হয়।”
No comments