ব্রাজিল বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই by পিন্টু আনোয়ার

ব্রাজিলে এবারের বিশ্বকাপে ইউরোপের দলগুলোর ভোগান্তি দেখা গেছে স্পষ্ট। তবে চলতি আসরে অন্তত একটি ইউরোপের দল সেমিফাইনাল খেলছে নিশ্চিত। আজ কোয়ার্টার ফাইনালে পরীক্ষায় নামছে সাবেক তিন চ্যাম্পিয়ন ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স। প্রথম কোয়ার্টার ফাইনালে মোকাবিলায় নামছে সাবেক দুই চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। রিও ডি জেনিরোয় ঐতিহাসিক মারাকানা মাঠে দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াই শুরু হবে রাত ১০টায়। একই দিন সেমিফাইনাল নিশ্চিত হচ্ছে একটি লাতিন দলেরও। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়ছে স্বাগতিক ব্রাজিল ও কলম্বিয়া। ফোর্তালেজার মাঠে ব্রাজিল-কলম্বিয়া লড়াই শুরু রাত ২টায়। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপে খেলছে টানা ৬ষ্ঠ কোয়ার্টার ফাইনাল। তবে এতে আলাদা রেকর্ড জার্মানির। জার্মানরা কোয়ার্টার ফাইনাল খেলছে এ নিয়ে নবম বার।  চলতি আসরের চমকের দল কলম্বিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলছে এবারই প্রথম। আর এ যোগ্যতা অর্জনে তারা দেখিয়েছে সেরা নৈপুণ্য। গ্রুপ পর্বে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট  নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে কলম্বিয়ানরা। আর দ্বিতীয় রাউন্ডে  আট ম্যাচে একমাত্র স্বচ্ছন্দ জয়টিও দেখান কলম্বিয়ানরাই। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স জয় পায় লড়াই শেষে। টপ ফেভারিট ব্রাজিল এ বাধা টপকায় টাইব্রেকারে। তবে এখানে কলম্বিয়া ২-০ গোলের পরিষ্কার জয় কুড়ায় দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। বিশ্বকাপে ব্রাজিল-কলম্বিয়ার এটি প্রথম সাক্ষাৎ। মহাদেশীয় দুই প্রতিপক্ষ এর আগে পরস্পরকে মোকাবিলা করেছে ২৫ বার। এতে একচেটিয়া সাফল্যটা ব্রাজিলিয়ানদের। ১৫ জয়ের বিপরীতে ব্রাজিল মহাদেশীয় সতীর্থ কলম্বিয়ার কাছে হার দেখেছে মাত্র দু’বার। ফ্রান্স-জার্মান লড়াইয়ের আগে স্মৃতিতে তাজা ১৯৮২’র বিশ্বকাপে উভয়ের সাক্ষাৎটি। স্পেনে সেই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ইউরোপের এ দুই জায়ান্ট। এতে জার্মান ডিফেন্ডার হ্যারল্ড শুমাখারের রাফ ট্যাকলিংয়ে  চোট নিয়ে মাঠ ছাড়েন সেরা ফর্মের ফরাসি ফরোয়ার্ড প্যাট্রিক বাতিস্তোঁ। আর ৩-৩ গোলের সমতা শেষে কার্ল হেইঞ্জ রুমেনিগার জার্মানি ফাইনালে পৌঁছে মিশেল প্লাতিনির ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে। পরের বিশ্বকাপেও  জার্মানদের কাছে ফরাসিদের স্বপ্ন ভাঙে ওই সেমিফাইনালেই। মেক্সিকোয় ১৯৮৬’র সেমিফাইনালে জার্মানি জয় পায় ২-০ গোলের পরিষ্কার ব্যবধানে। পরস্পর সাক্ষাতে সাফল্যে এগিয়ে ফরাসিরা। জার্মানদের বিপক্ষে  ৯ হারের  বিপরীতে ফ্রান্স দেখেছে ১১ জয়। এবারের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষ তিন তারকা মাঠে নামছেন আজ। এতে সর্বাচ্চ ৫ গোল কলম্বিয়ান ফরোয়ার্ড হামেস রদ্রিগেসের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোলের দুই তারকা ব্রাজিলের নেইমার ও জার্মান ফরোয়ার্ড টমাস মুলারের সামনেও আজ সুযোগ। এতে সুযোগ খোলা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমারও। আসরে বেনজেমার তিন গোল । আর চলতি আসরে প্রতিপক্ষ গোলপোস্টে এ পর্যন্ত  সর্বাধিক ১৯ শটের রেকর্ডটাও বেনজেমার। তবে প্রতিপক্ষ গোলবারে তুলনামূলক নিখুঁত নিশানাবাজি দেখিয়েছেন হামেস রদ্রিগেসই। প্রতিপক্ষ গোলবারে হামেসের ৮ শটের সাতটি ছিল অন টার্গেটে। এতে হামেসের সাফল্যের হার সর্বাধিক ৬২.৫%। দ্বিতীয় সর্বাধিক ৪০.১% নির্ভুল শট দেখিয়েছেন কোস্টারিকা অধিনায়ক ব্রায়ান রুইস।  আসরে দ্বিতীয় সর্বাধিক ৪ গোল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিরও। আর বল পায়ে কারিকুরিতে বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে এ আর্জেন্টাইন জিনিয়াস। চার ম্যাচে মেসি পায়ের কারিকুরি (ড্রিবল) দেখিয়েছেন ৪১ বার। এতে তালিকায় পরের স্থানটি নেইমারের। ব্রাজিল ফরোয়ার্ড ড্রিবলিং দেখিয়েছেন ৩৬ বার। চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেস ও আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি. মারিয়া বল পায়ে ড্রিবল দেখান যথাক্রমে ৩৫ ও ৩৪ বার। দুই হলুদ কার্ডের খাঁড়ায় আজ ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি দলে পাচ্ছেন না ডিফেন্সিভ মিডফিল্ডার লু্‌ইস গুস্তাভোকে। তার জায়গায় ব্রাজিলের শুরুর একাদশে দেখা যাবে পাউলিনহোকে। উরু ও কনুইয়ে চোট নিয়ে কিছুটা সন্দেহ দেখা দিয়েছিল নেইমারের। তবে কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল ফিজিওরা জানিয়েছেন, সুস্থ আছেন নেইমার। অধিনায়ক মারিও ইয়েপেসকে নিয়ে চিন্তায় ছিলেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যানও।  তবে আজ যথারীতি দলে থাকছেন এ তারকা ডিফেন্ডার। ফরাসি দলে দেখা যেতে পারে ইনজুরিফেরত ডিফেন্ডার মামাদো সাকোকে। তবে দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আঘাত নিয়ে এবারের বিশ্বকাপ শেষ  জার্মানির রাইট-ব্যাক শকোদরান মুস্তাফির। আজ ফ্রান্সের বিপক্ষে গরম ম্যাচে জার্মানি কোচ জোয়াকিম লো অধিনায়ক ফিলিপ লামকে তার নিয়মিত পজিশনে রাইট-ব্যাকের দায়িত্ব দেন নাকি মাঝমাঠেই রাখেন- দেখার বিষয়।

No comments

Powered by Blogger.