ন্যাটো মস্কোর জন্য হুমকি নয়

মতবিরোধ সত্ত্বেও নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনকে (ন্যাটো) আরও বেশি করে সহায়তা দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, এই জোট মস্কোর জন্য মোটেই হুমকি নয়।
একুশ শতকের উপযোগী করে ন্যাটোকে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণী এক বক্তৃতায় গত সোমবার শীর্ষ এই মার্কিন কূটনীতিক বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, রাশিয়ার নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারীদের মধ্যে ন্যাটো নেই। আমরা ন্যাটো ও রাশিয়ার মধ্যে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক চাই, যা ন্যাটো ও রাশিয়াকে আরও কাছাকাছি আনবে।’
রাশিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সম্পর্কে হঠাৎ টানাপোড়েন সৃষ্টি হওয়ায় দুই দেশের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন দুই দেশের মধ্যে সৃষ্ট দূরত্ব কমিয়ে আনতে কাজ করলেও মস্কোর সন্দেহ এখনো কাটেনি। তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা ও ন্যাটোর কলেবর বৃদ্ধি নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে।
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়া ও ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ায় রাশিয়ার উদ্বেগ আরও বেড়ে যায়।
হিলারি ক্লিনটন রাশিয়ার উত্থাপিত একটি নতুন ইউরোপীয় সিকিউরিটি এবং রাশিয়া-ন্যাটো চুক্তির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এটি গঠনমূলক চিন্তা। তিনি বলেন, রাশিয়ার নিরাপত্তায় বিদ্যমান অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ এবং ন্যাটো-রাশিয়া কাউন্সিলের (এনআরসি) মতো প্রতিষ্ঠানগুলো যথেষ্ট ছিল। সাংবাদিকদের কাছে হিলারি বলেন, ‘আর যেসব বিষয়ে আমরা সহজে একমত হতে পারব না, সেসব বিষয়ে মুক্ত আলোচনার একটি ফোরাম হিসেবে আমরা এনআরসিকে ব্যবহার করতে চাই।’
জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দক্ষিণ ওশেতিয়া ও আবখাজিয়ার প্রতি সমর্থন দেওয়ায় ২০০৮ সালের আগস্টে রাশিয়ার সঙ্গে এক সংক্ষিপ্ত যুদ্ধে অবতীর্ণ হয় জর্জিয়া।
ন্যাটোর সম্প্রসারণকে সমর্থন জানিয়ে হিলারি বলেন, ‘ন্যাটো-রাশিয়া কাউন্সিলকে আমরা পারস্পরিক নিরাপত্তা উন্নয়নের প্রয়োজনেও ব্যবহার করতে চাই।’

No comments

Powered by Blogger.