‘স্যাটেলাইট চিত্রে’ আইএস তুরস্ক তেল ব্যবসার প্রমাণ দিল রাশিয়া

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ও তার পরিবার আইএসের সঙ্গে অবৈধ তেল ব্যবসায় জড়িত বলে কয়েকদিন ধরেই অভিযোগ করে আসছে রাশিয়া। মস্কোর অভিযোগ, আইএসের সঙ্গে এরদোগান-পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আর সে কারণেই রাশিয়ায় বিমান ভূপাতিত করেছে তুরস্ক। বুধবার আইএস-তুরস্ক তেল বাণিজ্যের ‘স্যাটেলাইট চিত্র’ প্রকাশ করে তুরস্কের বিরুদ্ধে তোলা অভিযোগের প্রমাণ দিল রাশিয়া। ডেইলি মেইল। এদিন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতলি আন্তোনভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা আজ এমন কিছু দলিল তুলে ধরছি যা প্রমাণ করে- ডাকাত ও তুর্কি এলিটদের সংঘবদ্ধ টিম প্রতিবেশী দেশগুলো থেকে তেল চুরির কাজ করছে।
যেসব পথ দিয়ে সন্ত্রাসীরা তেল নিয়ে তুরস্কে পৌঁছে দেয়- তার স্যাটেলাইট ফুটেজে ধারণকৃত ভিডিও ও ছবি সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি সন্ত্রাসীদের তেলের ডিপো এবং তেলবাহী ট্রাকে হামলার ছবিও তুলে ধরেন। এ সংক্রান্ত আরও প্রমাণ আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, সিরিয়া ও ইরাক থেকে চুরি হওয়া তেলের প্রধান ক্রেতা হচ্ছে তুরস্ক। তিনি বলেন, তুরস্কের শীর্ষ রাজনৈতিক নেতা প্রেসিডেন্ট এরদোগান ও তার পরিবার এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, ইরাক ও সিরিয়া থেকে চুরি হওয়া তেলের চূড়ান্ত গন্তব্য হচ্ছে তুরস্ক। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান আইএসের অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করার পর রাশিয়ার পক্ষ থেকে এসব বক্তব্য দেয়া হল। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন বুধবার আবারও বলেছেন, তুরস্কে আইএসের তেল সরবরাহ লাইন ঠিক রাখতেই রুশ বিমান ভূপাতিত করেছে আঙ্কারা।

No comments

Powered by Blogger.