নিজ অবস্থানে অনড় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বুধবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তেল কেনার কথা বলে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। কাতার সফরকালে এরদোগান এসব কথা বলেন বলে জানায় তুর্কি টেলিভিশন।
এরদোগান বলেন, ‘তুরস্ক আইএস থেকে তেল ক্রয় করেছে বলে তুরস্কের বিরুদ্ধে অপবাদ রটানোর অধিকার কারো নেই।’ এরদোগান এবং তার পরিবার ইসলামিক স্টেটের সাথে অবৈধ তেল কেনাবেচায় জড়িত বলে রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী দাবি করার একদিন পর তিনি এ কথা বললেন।
তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করায় সপ্তাহব্যাপী উভয় দেশের মাঝে অচলাবস্থা বিরাজ করছে।
রাশিয়া অভিযোগ প্রমাণে সক্ষম হলে আবারো পদত্যাগ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এরদোগান বলেন, ‘রাশিয়ার দাবি সত্য প্রমাণিত হলে এক মিনিটের জন্যও আমি ক্ষমতায় থাকতে চাই না, কিন্তু যারা এমন অপবাদ ছড়ায় তাদের ক্ষমতার মসনদ আকড়ে থাকা উচিত নয়।’
তিনি বলেন, ‘তুরস্কের মূল্যেবোধ এতো নিচে নিমে যায়নি যে তারা একটি সন্ত্রাসী সংগঠনের নিকট হতে তেল ক্রয় করবে।’
এরদোগান তার প্রেসিডেন্সিয়াল বিমান থেকে দেয়া এই সাক্ষাৎকারে আরো বলেন, ‘রাশিয়া আমাদের কৌশলগত সহযোগী। আমরা তাদের খাদ্যসহ বিভিন্ন পণ্য সরবরাহ অব্যাহত রাখবো।’
এরদোগান আরো বলেন, রাশিয়ার পদক্ষেপ ‘রাষ্ট্র মর্যাদা’র সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এক্ষেত্রে তুরস্ক তার মহত্ব বজায় রেখেছে। তারা যে রকম ভাষা ব্যবহার করছে, আমরা তা করছি না। আমরা আশা করছি, তারা তাদের ভাষা পাল্টাবে।’
এরদোগান অভিযোগ করেন, ‘রাশিয়া বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় আবেগ-তাড়িত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু তুরস্কে বসবাসরত রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে তুরস্কের পাল্টা পদক্ষেপ গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না।’
রাশিয়া তুরস্কের প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ, কিন্তু বিদ্যমান অর্থনৈতিক অবরোধের প্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট বর্তমানে অন্যতম প্রধান মিত্রদেশ কাতার সফর করছেন এবং জ্বালানি সরবরাহে কাতারের সাথে চুক্তি সাক্ষর করেছেন।
গত ২৪ নভেম্বর রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর থেকে মস্কো এবং আঙ্কারার মধ্যে সম্পর্কের চরম অবনতি হয় এবং উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে স্নায়ুযুদ্ধ চলে আসছে।

No comments

Powered by Blogger.