আস্থা ভোটে জয় ইতালির প্রধানমন্ত্রী লেত্তার

সিনেটের আস্থা ভোটে জয়ী হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা। এর ফলে তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হল। খবর রয়টার্সের। সম্প্রতি লেত্তা দেশটির সংসদে দীর্ঘমেয়াদি সংস্কারের প্রতিশ্র“তি দেন। সেইসঙ্গে নীতিনির্ধারকদের তাতে সমর্থন দেয়ার আহ্বান জানান। গত ২০ বছরে ইতালির সংসদে কোনো সংস্কার হয়নি। তাই আর দেরি করার কোনো মানে হয় না জানিয়ে লেত্তা বলেন, ‘আমার পক্ষে যা সম্ভব তার সবই আমি করব। যারা বলে বিশৃংখলা অনেক বেড়ে গেছে এবং আমরা কিছুই করতে পারব না তাদের আমি ছেড়ে দেব না।’ বুধবার সিনেটে ১৭৩ ভোটের মধ্যে ১২৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন লেত্তা। মধ্যবামপন্থী ডেমোক্রেট পার্টি, মধ্যপন্থী ও মধ্যডানপন্থী গোষ্ঠী লেত্তাকে সমর্থন করেছে। নভেম্বরে ক্ষমতাসীন জোট থেকে মধ্যডানপন্থী নেতা সিলভিও বারলুসকোনির দল ফোরজা ইতালিয়া পার্টি বেরিয়ে গেলে লেত্তাকে এই আস্থা ভোটের মুখোমুখি হতে হয়। আর এই জয় লেত্তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল।
যদিও বুধবার ভোটের সময় কয়েকশ’ প্রতিবাদকারী সংসদের কাছে জড়ো হয়েছিল। পুলিশ এই সময় রাজধানী রোমের কিছু অংশ অবরুদ্ধ করে রাখে। ইতালির অর্থনীতি বর্তমানে বেশ সংকটের মধ্যে রয়েছে। আর এই সংকট মোকাবেলায় লেত্তা ‘সিংহের মতো’ লড়াই করেছেন বলেই অনেকের মত। কয়েক বছর ধরে চলা মন্দা ও স্থবিরতার কারণে এক দশক আগের তুলনায় ইতালির বর্তমান অর্থনীতি অনেক ছোট হয়ে এসেছে। দেশটিতে বর্তমান বেকারত্বের হার ৪০ শতাংশেরও বেশি। এছাড়া দুর্নীতিও অনিয়ন্ত্রিত হারে বেড়েছে। দুর্বল রাজনৈতিক ব্যবস্থার কারণে কর ফাঁকির পরিমাণও অনেক বেশি। ইতালির কর কর্তৃপক্ষের প্রধান এই সপ্তাহে বলেছিলেন, যে পরিমাণ কর ফাঁকি দেয়া হচ্ছে সেটা একটি গণতান্ত্রিক দেশের সঙ্গে একেবারেই বেমানান। লেত্তা বলেন, বিস্তৃতভাবে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য আগামী ১৮ মাস গুরুত্বের সঙ্গে কাজ করা হবে, যাতে অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছানো যায়। এর মাধ্যমে ২০১৪ সালের ১ শতাংশ অগ্রগতিকে তিনি ২০১৫ সালের মধ্যে ২ শতাংশে উন্নীত করতে চান। যদিও ইউরো জোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির অর্থনৈতিক অগ্রগতি গত ১২ বছরে মাত্র একবার ২ শতাংশ হারে হয়েছে।

No comments

Powered by Blogger.