টবি ক্যাডম্যানের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার বিষয়ক আইনজীবী টবি ক্যাডম্যান বলেছেন, জামায়াত নেতা কাদের মোল্লাকে বাংলাদেশ সরকার বিচার বিভাগের মাধ্যমে হত্যা করেছে।
বৃহস্পতিবার তিনি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে- সরকার কিভাবে আগামী মাসের নির্বাচনকে লক্ষ্য করে ত্রুটিপূর্ণ বিচার, গুম, ঘুষ এবং জবরদস্তির সমন্বয়ে বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমায় উপনীত করেছে সেটা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে, তার মক্কেল কাদের মোল্লার ফাঁসি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১০টা ০১ মিনিটে কার্যকর করা হয়েছে। তিনি এ মৃত্যুদণ্ডকে সরকারের ‘শোচনীয়’ কার্যক্রম বলে উল্লেখ করেন। তিনি বলেন, তার মক্কেল যাতে ন্যায্য বিচার পান সেটা নিশ্চিত করতে তিনি গত দুই বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু কাদের মোল্লা ন্যায্য বিচার পাননি। তাকে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং এটাকে কেবল বিচার বিভাগীয় হত্যাকাণ্ড বলেই উল্লেখ করা যেতে পারে। ক্যাডম্যান বলেন, বিচার প্রক্রিয়া সুষ্ঠু করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, হিউম্যান রাইটস ওয়াচ, ইইউ’র মানবাধিকার বিষয়ক সাব কমিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সমপ্রদায়ের হুঁশিয়ারি ও উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকার আমলে না নেয়া অত্যন্ত দুঃখজনক। তারা সবাই আন্তর্জাতিক আইন মোতাবেক বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু সরকার তড়িঘড়ি বিচার প্রক্রিয়া শেষ করে আন্তর্জাতিক সব নিয়ম নীতি উপেক্ষা করে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, এ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে। ক্যাডম্যান আরও বলেন, আজ (বৃহস্পতিবার) যা ঘটে গেছে সেটার জন্য আন্তর্জাতিক সমপ্রদায়কে দায় গ্রহণ করতে হবে। তিনি বলেন, এ ঘটনার পরিণাম কি হতে পারে সে বিষয়ে তিনি আন্তর্জাতিক সমপ্রদায়কে সতর্ক করেছিলেন। তিনি যাদের প্রতিনিধিত্ব করতেন তাদের প্রতি নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে কোন বিক্ষোভের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া আন্তর্জাতিক সমপ্রদায় তীক্ষ্ন দৃষ্টিতে নজর রাখছে। সংবাদ সম্মেলনে ক্যাডম্যান আরও জানান, কাদের মোল্লার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের পর কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেনি। তিনি বলেন, বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক শক্তিশালী দেশ বাংলাদেশকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে সহায়তা করে আসছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, তাদের এ সহায়তা অব্যাহত রাখা হবে কি না। একই দৃষ্টিতে কূটনৈতিক সহযোগিতাও অব্যাহত রাখা হবে কি না সে প্রশ্নও দেখা দিয়েছে।

No comments

Powered by Blogger.