গল্প- 'আজি ঝড়ের রাতে তোমার অভিসারে' by এস এম নাজমুল হক ইমন

খোলা বারান্দায় দাঁড়িয়ে বসুন্ধরা আনমনে ঝড়ের তাণ্ডব দেখে চলছে। আজ কেমন জানি সুধাংশুর কথা বেশি মনে পড়ছে। একসময় সুধাংশু ছাড়া কোনো কিছু ভাবার সময় ছিল না বসুন্ধরার। সুধাংশু ভালোবেসে বসুন্ধরাকে বসু বলে ডাকত। সে কত মধুর দিন ছিল_কলেজজীবনের। তখনকার সময়গুলোতে কত মান-অভিমান চলত, কত ভালোবাসাবাসি হতো। আবার মাঝেমধ্যে বসুন্ধরা আর সুধাংশু চলে যেত অজানার পথে। কলেজের সিনিয়র থেকে শুরু করে নতুন ছাত্রছাত্রীরাও অল্প কয়েক দিনের মধ্যে জেনে যেত তাদের সম্পর্কের কথা।
বাইরে শনশন শব্দে তীব্রগতিতে বাতাস বয়েই চলেছে। মাঝেমধ্যে প্রবল বাতাসে বৃষ্টির পানি দু-এক ফোঁটা বসুন্ধরার গালে-মুখে এসে লাগছে।
আজ বসুন্ধরা সত্যিই একা। তাকে সঙ্গ দেওয়ার কেউ নেই। ক্ষণিকের অতিথি হয়ে এসেছিল সজল নামের একজন, যে বসুন্ধরার সিঁথিতে দিয়েছিল সিঁদুর, গলায় মঙ্গলসূত্র আর হাতে শাঁখা।
কিন্তু সেই মানুষটি স্বার্থপর না হলে যখন বসুন্ধরা তাকে নিয়ে বেঁচে থাকার আশায় একবুক স্বপ্ন দেখে, তখনই বসুন্ধরার কপালের সিঁদুর চলে গেল কেন? খুলে রাখতে হলো মঙ্গলসূত্র, ভাঙতে হলো হাতের শাঁখা? স্বার্থপর যদি না-ই হতো, তাহলে কি এমন হতো মানুষটা! আজ বসুন্ধরা এক অদূর গ্রামে বসবাস করছে। আত্মীয়স্বজন থেকে শুরু করে আপনজনদের কাছ থেকেও দূরে। কোনো যোগাযোগ নেই। বাঁচতে চায় একা।
সুধাংশু এসেছিল তার জীবনে_আর সজল দিয়েছে ফাঁকি। কেন জানি আজ সুধাংশুর কথা বেশি বেশি মনে পড়ছে তার। এমন এক বৃষ্টির রাত সুধাংশুর সঙ্গে গল্প করেই কাটিয়ে দিয়েছিল বসু।
দুই.
হঠাৎ দরজায় খটখট আওয়াজ। এমন ঝড়বৃষ্টির রাতে কে আবার এল? তা ছাড়া বাড়িতে একা বসুন্ধরা। এমন সময় কে-ই বা আসতে পারে? বাইরে থেকে বলছে, 'একটু দরজা খুলবেন। আমি খুব বিপদে পড়েছি। আমার গাড়ি অ্যাকসিডেন্ট করেছে। তা ছাড়া এমন ঝড়বৃষ্টি হচ্ছে, বাইরেও থাকা যাবে না। কে আছেন, যদি দরজাটা একটু খুলতেন!' দরজা খুলে দেয় বসুন্ধরা। অন্ধকার, বিদ্যুৎ নেই। ঝড়বৃষ্টির রাত, তাই মোমবাতির আলোয় যা দেখা যাচ্ছে। দরজা খুলে দিতেই লোকটি বলে উঠল, আপনাকে ধন্যবাদ_এই বিপদে আমাকে সাহায্য করার জন্য। ঝড়বৃষ্টি একটু কমলেই চলে যাব। একটা তোয়ালে দেবেন, মাথাটা মুছতাম।
পুরুষ মানুষ বলে বসুন্ধরা একটু ইতস্তত বোধ করছে। তা ছাড়া লোকটির গলা অবিকল সুধাংশুর মতো। তোয়ালে এনে দিল। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। অন্ধকার, দুজনে গল্প করেই চলেছে। বাইরে প্রবল বৃষ্টি। সেই সঙ্গে ঝড়। থামবে বলে মনে হচ্ছে না।
তিন.
'নিন, চা নিন।' বসুন্ধরা অপরিচিত লোকটির হাতে চায়ের কাপটা দিল। লোকটি বসুন্ধরাকে আবারও ধন্যবাদ দিল।
বসুন্ধরা লোকটির এতবার ধন্যবাদ দেওয়া দেখে বলল, আপনাকে বারবার ধন্যবাদ দিতে হবে না। আপনি বিপদে পড়েছেন_আর বিপদে পড়া মানুষকে উদ্ধার করা সবারই কর্তব্য। বসুন্ধরার জানতে ইচ্ছে করছে, আসলে লোকটি কোথায় যাচ্ছেন। তাই এবার না বলে আর থাকতে পারল না। কথার ফাঁকে বলেই ফেলল, 'কোথায় যাচ্ছেন, জানতে পারি?'
লোকটি বলল, 'যাচ্ছি ঢাকায়; এখানে এসেছি এক বন্ধুর খোঁজে। কিন্তু দুদিন হলো_এই এলাকার সবখানেই খোঁজ নিয়েছি, পাইনি। এমনকি কেউ তার ব্যাপারে বলতেও পারে না। তাই বাধ্য হয়ে চলেই যাচ্ছিলাম। যাওয়ার পথেই ঘটল দুর্ঘটনা। তার ওপর এমন ঝড়বৃষ্টি!'
বসুন্ধরা লোকটির কথায় কী যেন বুঝে বলল, 'ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। ঝড়বৃষ্টি থামুক, তারপর যাবেন।'
চার.
হঠাৎ বিদ্যুৎ চলে আসে। সুধাংশু আর বসুন্ধরা মুখোমুখি। দুজনই চমকে ওঠে_একি দেখছে! তাহলে এতক্ষণ যা ঘটল, তা তাদের কেউ বুঝতে পারেনি। না জেনে, না চিনে এতক্ষণ দুজন গল্প করেই চলেছে। অনেকক্ষণ নীরব দুজনেই। মুখের কথা যেন হারিয়ে গেছে তাদের। কী বলবে_তা কেউ বুঝতে পারছে না। আর কে-ই বা আগে শুরু করবে, তাও বুঝতে পারছে না।
সুধাংশু বলল, 'আমি তোমার খোঁজেই এসেছি এখানে। তোমার সব কিছুই শুনেছি। ভয় পেয়ো না, আগে যেমন ভালোবাসতাম তোমাকে, এখনো তেমনই ভালোবাসি তোমাকে।'
বসুন্ধরার ঠোঁট কাঁপছে। কী বলবে বুঝতে পারছে না। বসুন্ধরা বলল, 'তাহলে তুমি এখনো বিয়ে করোনি? কিন্তু আমি তো তোমার সঙ্গে যেতে পারব না।'
সুধাংশু বলে, 'কেন?'
বসুন্ধরার চোখ বেয়ে পানি পড়ে। চোখ মুছতে মুছতে বলে, 'কারণ আমি তোমাকে এখন কেবল একজন বন্ধুই ভাবি। আর মাঝেমধ্যে আমাদের পুরনো স্মৃতি নিয়ে স্বপ্ন দেখি। ভালোবাসতে আমি ভুলে গেছি সুধাংশু, ভালোবাসতে আমি ভুলে গেছি।'
=========================
গল্প- 'মহামানুষের গল্প' by রাসেল আহমেদ  গল্পালোচনা- 'যেভাবে আঙুল ফুলে কলাগাছ হয়!' by আলী হবিব  জলবায়ু সম্মেলনঃ আমি কেন কানকুনে যাচ্ছি? by মেরি রবিনস  ভ্রমণ- 'মেঘনায় যায় মেঘনা রানী' by সালেক খোকন  ভ্রমণ- 'গন্তব্য নাফাখুম' by জাকারিয়া সবুজ  আলোচনা- 'এখনো একটি গ্রেট গেইম অস্বস্তিকরভাবে প্রাসঙ্গিক' by এম আবদুল আজিজ  গল্পসল্প- জীবন ঢেকে যাচ্ছে বালুতে  প্রকৃতি- কোপেনহেগেন থেকে কানকুনঃ সময় এসেছে মুহূর্তটিকে কাজে লাগানোর by জেমস এফ মরিয়ার্টি  আলোচনা- দরিদ্র মানুষের পাঁজরের ওপর দুর্দান্ত পাজেরো  বিএনপির মিছিলে পুলিশ ও সরকার সমর্থকদের পিটুনি  খবর কালের কন্ঠের- হরতালের ধরপাকড় চলছেই  খবর- খুনের মামলা প্রত্যাহার, শীর্ষ সন্ত্রাসীর অব্যাহতি by নজরুল ইসলাম  প্রকৃতি- চট্টগ্রামে ঐতিহ্যের পাহাড় কেটে বহুতল ভবনঃ সুরক্ষার পরিকল্পনা ধ্বংসের অনুমোদন  প্রকৃতি খবর- জলবায়ু সম্মেলন আজ শুরু  রাজনৈতিক আলোচনা- 'পুলিশই কি হরতাল সফল করে দেয়' by আবেদ খান  আইন কানুন- 'বাহাত্তরের সংবিধান ফিরছে না' by আহমেদ দীপু  আইরিন খান বললেন,'নারীর মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় হতে হবে' সুত্র প্রথম আলো  আইন কানুন- চাই বিরোধের বিকল্প নিষ্পত্তি by রোমেল রহমান  আইন কানুন- ভরণপোষণ একটি আইনি অধিকার by মাসূমা তাসনীম  আইন কানুন- অর্থঋণ আদালত আইনে অনেক গলদ by এ কে এম আনোয়ারুল ইসলাম  আইন কানুন- গাড়ি আটক হলে মালিকের করণীয় by মো. রাশেদ খান  যুক্তি তর্ক গল্পালোচনা- 'আমাদের রাজনীতিতে বখাটেপনা' by সৈয়দ মনজুরুল ইসলাম


দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ এস এম নাজমুল হক ইমন


এই গল্প'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.