বিদ্রোহীদের মুখোমুখি ভারতের প্রধান বিচারপতি

ভারতে বিচারপতিদের বিদ্রোহ নিয়ন্ত্রণে আনতে আলোচনার পথ বেছে নিলেন দেশটির প্রধান বিচারপতি দীপক মিশ্র। দ্রুত সমস্যা মেটাতে বিদ্রোহী ৪ জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন তিনি। গত শুক্রবার সংবাদ সম্মেলনে তার কাজকর্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওই ৪ জ্যেষ্ঠ বিচারপতি। ১৫ মিনিটের ওই বৈঠকে ছিলেন শীর্ষ আদালতের প্রবীণ বিচারপতি এ কে সিক্রি এবং আরও দুই প্রবীণ বিচারপতি। এ দিনের বৈঠকে সমস্যা মেটানোর চেষ্টা শুরু হয়েছে বলে শীর্ষ আদালত সূত্রে দাবি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রধান বিচারপতির বিরুদ্ধে শুক্রবার সংবাদ সম্মেলন করেন বিচারপতি জাস্টি চেলামেশ্বর, বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন বি লোকুর।
তারা দীপক মিশ্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাগুলোর বিচারের ভার জ্যেষ্ঠ বিচারকদের এড়িয়ে কনিষ্ঠ বিচারকদের বেঞ্চে দেয়ার অভিযোগ তোলেন। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা সামলানোর জন্য সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ ৫ বিচারপতিকে নিয়ে মঙ্গলবার একটি সাংবিধানিক বেঞ্চ গড়ে দিয়েছেন প্রধান বিচারপতি। কিন্তু সিনিয়রিটির দিক থেকে এগিয়ে থাকা বিদ্রোহী ৪ বিচারপতির ঠাঁই হয়নি সেই সদ্য গঠিত সাংবিধানিক বেঞ্চে। ফলে দ্রুত সমস্যা মেটানোর ব্যাপারে প্রধান বিচারপতি কতটা আন্তরিক, তা নিয়ে সংশয় উঁকিঝুঁকি মারতে শুরু করেছে শীর্ষ আদালতের অন্দরেই। দেশের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালও বলেন, ‘আমার মনে হয় সমস্যা এখনও মেটেনি। তবে আশা করছি দু-তিনদিনের মধ্যেই মিটে যাবে।’ সরকারের অস্বস্তি কাটাতে আলাদাভাবে বিদ্রোহী বিচারপতিদের সঙ্গে কোনো বৈঠক বা টেলিফোনে তার ‘কোনো কথা হয়নি’ বলেও জানিয়েছেন বেণুগোপাল। বিচারপতি বিদ্রোহের পর দ্রুত সমস্যা মেটানোর করণীয় নির্ধারণে শনিবার পৃথক জরুরি বৈঠকে বসে বার কাউন্সিল অব ইন্ডিয়া ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

No comments

Powered by Blogger.