সিরিয়ার সেনাঘাঁটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার একটি সেনাঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলায় প্রেসিডেন্ট আসাদ সরকারের অন্তত চার সেনা নিহত হয়েছে। সোমবার দেশটির পূর্বাঞ্চলে দার আয যহর প্রদেশের ওই হামলায় আহত হয়েছে ১০ জনেরও বেশি সৈন্য। সিরিয়ার সরকার এই অভিযানের নিন্দা করে বলেছে, এটা তাদের দেশের বিরুদ্ধে বড় ধরনের আগ্রাসন। খবর এএফপি, আল জাজিরাও বিবিসির। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চারটি যুদ্ধবিমান থেকে একটি সেনা ক্যাম্পের ওপর রোববার সন্ধ্যায় ৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলায় তিনটি সামরিক যান, ভারী মেশিনগান এবং বহু গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,
দার আয যহর প্রদেশের আয়াশ শহরে অবস্থিত সায়েকা সেনা ক্যাম্পে এ হামলা চালানো হয়। হামলায় আরও ১৩ জন সিরীয় সৈন্য আহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট বলছে, তাদের কোনো জঙ্গি বিমান কোনো সামরিক ঘাঁটিতেই আক্রমণ করেনি। জোটের একজন মুখপাত্র বলেছেন, ওই এলাকাতেই তাদের বিমান হামলা করেনি। এই প্রদেশের বড় অংশই তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে। পশ্চিমা জোট গত বছর থেকে প্রেসিডেন্ট আসাদ সরকারের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহে সামরিক অভিযান শুরু করেছে ব্রিটেন। আর সবশেষ জার্মানিও তাদের জঙ্গি বিমান, যুদ্ধ জাহাজ ও বারোশ সৈন্য পাঠাতে যাচ্ছে। বিমান হামলায় সন্ত্রাসীদের মদদ
দিচ্ছে ব্রিটেন : আসাদ আইএস দমনের জন্য সিরিয়ায় ব্রিটেনের বিমান হামলায় নিন্দা প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধিতে সিরিয়ায় বিমান হামলা ‘ইন্ধন’ হিসেবে কাজ করছে। এছাড়া এরই মাধ্যমে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ব্রিটেন। উগ্রপন্থিদের দমনে রাশিয়ার এ হামলায় সন্ত্রাস তো দমন হবেই না, বরং তা সন্ত্রাস বৃদ্ধিতে ভূমিকা রাখবে। রোববার টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে বাশার আরও বলেন, এ হামলা অবৈধ এবং এক সময় তা অবশ্যই ব্যর্থ হবে।

No comments

Powered by Blogger.