চীনে ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ উদ্বোধন

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী ড. মুহাম্মদ ইউনূস চীনে উদ্বোধন করলেন ‘ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ, চীন’। সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠান ৯ই অক্টোবর উদ্বোধন করা হয়। প্রফেসর ইউনূস বেইজিং থেকে কুনমিং, সাংহাই, শেনজেন ও হংকং সফর করবেন। প্রতিটি শহরেই তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সিভিল সোসাইটির কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশ্যে তিনি সামাজিক ব্যবসা ও টেকসই বিশ্ব গড়ে তোলা নিয়েও ভাষণ দেবেন। বেইজিংয়ে অনুষ্ঠিত ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ, চীন-এর উদ্বোধনী ভোজসভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকগণ, বিভিন্ন বিনিয়োগ কোম্পানি থেকে ব্যবসায়ী নেতারা এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ভোজসভার আয়োজন করেন মাল্টি-বিলিয়ন-ডলার কোম্পানি Koudai.com -এর প্রধান নির্বাহী বিশিষ্ট যুব উদ্যোক্তা ওয়াং কে। Koudai.com মোবাইল ফোন জগতে Alibaba-র পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। ওয়াং কে তার মোবাইল ফোন প্ল্যাটফরমের মাধ্যমে ক্ষুদ্রঋণকে ছড়িয়ে দিতে এবং গ্রামীণ চায়নার সঙ্গে সামাজিক ব্যবসা যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে আগ্রহী। প্রফেসর ইউনূস তার বক্তব্যে বিশ্বব্যাপী, বিশেষ করে চীনে সামাজিক ব্যবসা কর্মকাণ্ডের উপর জোর দেন। গ্রামীণ চায়নার প্রধান নির্বাহী গাও ঝান সংক্ষেপে গ্রামীণ চায়নার উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন। গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এইচ আই লতিফী ১৯৯০ সাল থেকে চীনে গ্রামীণ ট্রাস্টের কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরেন। তিনি গ্রামীণ চায়নার প্রতিষ্ঠাকে সাধুবাদ জানান এবং এই প্রতিষ্ঠানের সামাজিক ব্যবসা কর্মসূচিগুলো এগিয়ে নিতে গ্রামীণ চায়না টিমের নিরলস উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের চীনের সামাজিক ব্যবসা আন্দোলনে যোগদান করতে এবং এই আন্দোলনকে চীনে ও চীনের বাইরেও সম্প্রসারিত করতে আহ্বান জানান। সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানের মূল বিষয় বেকারত্ব মোকাবিলা, যাতে মানুষ বিশেষ করে যুব সমাজ চাকরির পেছনে না ছুটে বরং নিজেরাই চাকরি সৃষ্টি করে।

No comments

Powered by Blogger.