বসতি স্থাপন প্রকল্পের বাতিল চায় যুক্তরাষ্ট্র

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপন প্রকল্পের বাতিল চায় যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ইসরায়েলের গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনো এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি। এএফপি, টাইমস অব ইন্ডিয়া।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের সময় পূর্ব জেরুজালেমে নতুন করে আরও এক হাজার ৬০০ বসতি স্থাপন পরিকল্পনার ঘোষণা দেয় ইসরায়েল। এর ফলে যুক্তরাষ্ট্রের উদ্যোগে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন-ইসরায়েল পরোক্ষ আলোচনা শুরুর প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এ ঘোষণার তীব্র নিন্দা জানায়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান রাজনৈতিক উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলর্ড গত রোববার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘ইসরায়েলের বসতি স্থাপন পরিকল্পনার ঘোষণা আমাদের “উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা” এবং এক ধরনের “উপহাস”।’ শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উদ্যোগ নেওয়ার সময়ই এ ধরনের ঘোষণাকে ‘ধ্বংসাত্মক’ বলে আখ্যা দেন তিনি।
তবে ইসরায়েল এখন পর্যন্ত বসতি স্থাপন প্রকল্প বাতিলের কোনো ইঙ্গিত দেয়নি।
আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত
এদিকে জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ইসরায়েলি পুলিশ। আগামী শুক্রবার পর্যন্ত ৫০ বছরের কম বয়সী কোনো অমুসলিমের ওই মসজিদ চত্বরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলিকর্তৃপক্ষ।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, সংঘাতের আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে।

No comments

Powered by Blogger.