মিত্র দেশের নেতাদের ফোনে আড়িপাতা হবে না :ওবামা

('ওবামার প্রস্তাব যথেষ্ট নয়') টেলিফোনে আড়ি পেতে তথ্য সংগ্রহ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তা সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে নতুন নিয়ম প্রস্তাব করেছেন তিনি। মিত্র দেশের নেতাদের ওপর আড়িপাতাও বন্ধ করেছেন তিনি। এসব পরিবর্তন যথেষ্ট নয় বলে অসন্তোষ প্রকাশ করেছে ব্যক্তি স্বাধীনতার পক্ষের গ্রুপগুলো। খবর এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইনের। শুক্রবার মার্কিন বিচার মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট ওবামার বহুল প্রত্যাশিত এ ঘোষণা আসে। গত বছরের মাঝামাঝি সিআইর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন এনএসএর আড়িপাতার বিতর্কিত এ কর্মকাণ্ড ফাঁস করে দিলে দেশ-বিদেশে ব্যাপক চাপে পড়েন ওবামা। এনএসএর কার্যক্রম পর্যালোচনারও নির্দেশ দেন তিনি। এরপর শুক্রবার কিছু প্রস্তাব উত্থাপন করেন তিনি। বলা হচ্ছে, ওবামা এসব প্রস্তাবের মাধ্যমে সংস্কারে অনিচ্ছুক গোয়েন্দা সম্প্রদায় এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার পক্ষগুলোর মধ্যে একটি ভারসাম্য বিধানের চেষ্টা করেছেন। ওবামা তার সংস্কার প্রস্তাবের বেশিরভাগই বাস্তবায়নের জন্য আইনসভা কংগ্রেস, শীর্ষ কর্মকর্তা, এমনকি এনএসএর ওপরও ন্যস্ত করেছেন। ওবামার এসব প্রস্তাবে সন্তুষ্ট নন ব্যক্তি অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্রের নির্বাহী পরিচালক স্টিফেন ডবি্লউ হকিন্স বলেন, ওবামা প্রশাসন যদি ব্যাপক সংস্কার কার্যক্রম না চালায় তবে প্রেসিডেন্টের এসব সমন্বয় ডুবন্ত টাইটানিক জাহাজে বাদ্য-বাজনা বাজানোর ঘটনাকেই স্মরণ করিয়ে দেবে। অন্যদিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ওবামার প্রস্তাবনা নাকচ করে বলেছেন, এতে অবস্থার খুব কমই পরিবর্তন হবে। এনএসএ সাধারণত টেলিফোন আলাপের সময়, স্থান ও নম্বর তথা মেটাডাটা সংগ্রহ ও সংরক্ষণ করে। ওবামা তার প্রস্তাবে এ পদ্ধতি পরিবর্তনের কথা জানিয়েছেন। ওবামা তার বক্তব্যে বলেন, বন্ধুভাবাপন্ন বিদেশি নেতাদের ওপর আড়িপাতা থেকে গোয়েন্দাদের নিবৃত্ত করা হয়েছে। তথ্য সংগ্রহের এ প্রক্রিয়া থেকে বিদেশিদের সুরক্ষায় নতুন একটি প্রস্তাবও দেন তিনি। বিদেশি নেতাদের উদ্দেশে ওবামা বলেন, আমাদের বিশ্বাস করুন, আমরা তথ্যের অপব্যবহার করব না।

No comments

Powered by Blogger.