জাতীয় ভাষা জানে না ৪০ কোটি চীনা

চীনের জাতীয় ভাষা মান্দারিনে কথা বলতে পারে না দেশটির ৪০ কোটিরও বেশি মানুষ। আর যারা বলতে পারে তাদের বেশির ভাগের অবস্থা বেশ খারাপ। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভাষাগতভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় সরকারের নতুন কার্যক্রম শুরুর প্রাক্কালে দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া খবরটি প্রকাশ করেছে। জনসংখ্যায় প্রথম ও আয়তনে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ চীন বহুজাতিতে বিভক্ত বহুভাষী দেশ। এই বহুধা বিভক্ত নাগরিকদের একটি ভাষায় অভ্যস্ত করে জাতীয় ঐক্য গড়ার জন্য কয়েকদশক ধরে চেষ্টা করছে চীনের ক্ষমাতসীন কমিউনিস্ট পার্টি। কিন্তু আয়তনের বিশালত্ব ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব এ প্রচেষ্টাকে ব্যাহত করছে। পুরো দেশকে মান্দারিন ভাষা শিখাতে পারবে খোদ কর্মকর্তারাও এমনটি মনে করেন না,
কিন্তু সবারই এটি বলতে পারা উচিত বলে মনে করেন তারা। দেশের ৭০ শতাংশ মানুষ মান্দারিন বলতে পারে বলে জানিয়েছেন চীনা শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শু মেই। যদিও এদের অনেকেই ভাষাটিতে বেশ দুর্বল। বাকি ৩০ শতাংশ বা ৪০ কোটি মানুষ মান্দারিন একেবারে বলতেই পারেন না বলে জানিয়েছেন তিনি। ‘মান্দারিনের প্রসারের জন্য আরও বিনিয়োগ করা প্রয়োজন,’ মান্দারিন ভাষা প্রসারে ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া বার্ষিক প্রচারণা কর্মসূচি শুরুর প্রাক্কালে বলেন তিনি। তিনি আরও বলেন, ‘পরিস্থিতির উন্নতির জন্য এ বছর মন্ত্রণালয় প্রত্যন্ত এলাকা এবং জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত এলাকার দিকে বেশি নজর দেবে।’ পুরো জাতির এক ভাষায় কথা বলতে পারাটা যে কেনো দেশের জন্য সুবিধাজনক। কিন্তু জাতীয় ভাষা হিসেবে মান্দারিন প্রচলনের চেষ্টা দীর্ঘদিন ধরে চীনে একটি প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে আছে। তিব্বতের বাসিন্দারা স্কুলে মান্দারিন ভাষা ব্যবহারের বিপক্ষে। এছাড়া ২০১০ সালে চীনের দক্ষিণাঞ্চলের শহর গুয়াংঝুতে মান্দারিন ভাষা প্রচলন চেষ্টার প্রতিবাদে শত শত লোক রাস্তায় নেমে এসেছিল।

No comments

Powered by Blogger.