নাটক সিনেমা গান আর কবিতায় বিজয় বন্দনা

প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমাদের টেলিভিশন চ্যানেল, রেডিও, চলচ্চিত্র ও মঞ্চপাড়ায় বিশেষ উৎসবের আমেজ তৈরি হয়। বিজয় দিবস উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করে থাকে বিশেষ অনুষ্ঠানমালা। মঞ্চপাড়ায়ও থাকে নানা আয়োজন।

যেমন বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনে ১৬ ডিসেম্বর রয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। এর মধ্যে রাত ৯টা ০৫ মিনিটে রয়েছে নাটক ‘শাস্তি’। কচি খন্দকারের চিত্রনাট্য এবং শিমূল সরকারের গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শামীম জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য্য প্রমুখ।
 
মাহমুদুজ্জামান বাবু’র উপস্থাপনা ও আরিফ হোসেনের প্রযোজনায় ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু কথা কিছু গান’ অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ৫টা ২০মিনিটে।

রোকেয়া প্রাচী’র উপস্থাপনা ও রফিকুল ইসলাম ফারুকী’র প্রযোজনায় ‘তোমার জন্য জয় করেছি’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ০৫মিনিটে। বিজয় দিবসকে উৎসর্গ করে দেশ, মাটি আর মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে একক আবৃত্তি থাকবে এই অনুষ্ঠানে। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমূল মুস্তাফা, মাহিদুল ইসলাম, আহকাম উল্লাহ, নায়লা তারান্নুম কাকলি, লায়লা আফরোজ, সাকিলা মতিন মৃদুলা, মাহবুব পারভেজ।
কাওনাইন সৌরভের প্রযোজনায় ‘জননীর কাছে ফেরা’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে।

১৬ ডিসেম্বর উপলক্ষে এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ৬ টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বোধ’। বিপাশা হায়াতের রচনা ও আবুল হায়াতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- তৌকির আহমেদ, বিপাশা হায়াত, ফজলুর রহমান বাবু, নাজমা আনোয়ার প্রমুখ।

সকাল ৮ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা ছায়াছবি ‘রক্তাক্ত বাংলা’। মমতাজ আলীর পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন কবরী, বিশ্বজিৎ প্রমূখ।

দুপুর ১২ টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ক্যাকটাস’। রিয়াজ মাহমুদ জুয়েল এর গল্প এবং তুহিন অবন্ত’র চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আলী যাকের, ড. ইনামুল হক, ঈশিতা, হিল্লোল, কাজী রাজু প্রমুখ। দুপুর ১টায় প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘দিন নয়, ইতিহাস’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
দুপুর ২ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ লাইভ শো ‘বিজয় ও প্রত্যাশা’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন- শিল্পী অনুপ ভট্টাচার্য্য, তপন মাহমুদ, মালা খান, নমিতা ঘোষ, রথীন্দ্রনাথ রায়।

বিকেল ৫ টা ৩০ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক সঙ্গীতানুষ্ঠান ‘সুরে ছন্দে আমার দেশ’। সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘লাল সবুজের প্রলয়’। প্রযোজনা করেছেন জোনায়েদ বিন জিয়া। রাত ১১ টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘সময়ের দায়ভার’। কামরুল আহসানের রচনা ও আবুল হায়াতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, মাজনুন মিজান, তারিন প্রমুখ।

চ্যানেল নাইনে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় রয়েছে চলচ্চিত্র ‘বিক্ষোভ’। দুপুর ২টা ৩৫ মিনিটে রয়েছে ‘লাল সবুজের পংক্তিমালা’। দুপুর ৩ টা ২০ মিনিটে  প্রচারিত হবে তথ্যচিত্র ‘চিরঞ্জীব  বঙ্গবন্ধু’। বিকেল ৪ টা ১০ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তি আমার গানে গানে’।

রাত ৯টায় প্রচারিত হবে ‘তরঙ্গে বিজয়গাথা’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে বৈঠকি আড্ডার অনুষ্ঠান। ৭১ সালে যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা কিভাবে দেশকে স্বাধীন করার জন্য প্রত্যক্ষ ভাবে কাজ করেছে সেই সব ঘটনা নিয়ে এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কামাল লোহানী, বেলাল মোহাম্মদ, তিমির নন্দী ও বুলবুল মহলানবীশ। অনুষ্ঠান উপস্থাপনা করবেন জয়ন্ত চট্টোপাধ্যয়। প্রযোজনায় ত্রিদিব বর্মণ।

রাত ১০ টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘অপুর ৭১’। অনিমেষ আইচের রচনায় এটি পরিচালনা করেছেন আজাদ কালাম। অভিনয়ে দিপক মান, বিদ্যা সিনহা মীম, সাকিল আহমেদ, মারজুক রাসেল, শিরীন আলম, রেজভী, দিপু প্রমূখ।

১৬ ডিসেম্বর জিটিভিতে রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে আল মনসুরের রচনা ও কমল চাকমার পরিচালনায় নাটক ‘শহীদ  মোসাম্মদ কুলসুম বেগম’। ১৯৭১ সালের সত্য ঘটনা অবলম্বনে নটকটি  রচনা করেছেন আল মনসুর। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী প্রমূখ।

চ্যানেল আইতে ১৬ ডিসেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে রয়েছে নাটক ‘অনভিলাষের ভাষা জলে ভাসে না’। ড. ফজলুল আলমের কাহিনী অবলম্বনে সেলিম রেজা সেন্টুর পরিচালনায় এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, ফারাহ্ রুমা, রেহনুমা সিঁথী, মাহবুব আলম প্রমুখ। নাট্যরূপ দিয়েছেন  শরিফুল সুজন।

দিগন্ত টেলিভিশনে ১৬ ডিসেম্বর দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ ম্যাগাজিন ‘বিজয় আনন্দে’। বেলা ৩ টা ৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা চলচ্চিত্র ‘আলোর মিছিল’। লুৎফর হাসানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান যুদ্ধজয়ের গান প্রচার হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। জাগরণের গানের জনপ্রিয় শিল্পীরা এতে গান পরিবেশন করবেন।

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘১৯৭১’ প্রচার হবে রাত ৯ টা ৩৫ মিনিটে। ফজলুল করিমের রচনা এবং এস এম রিপনের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেবেন জয়ন্ত চট্টোপাধ্যয়, ফেরদৌসি লিনা, স্বাধীন খসরু, আঞ্জুমান্দ আরা বকুল, জোসনা বেগম, আব্দুল আজিজ, শারমীন লাকী প্রমূখ।

চাষী নজরুল ইসলামের উপস্থাপনায় রাত ১১ টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক গানের লাইভ অনুষ্ঠান ‘গাই বিজয়ের গান’।

বৈশাখী টেলিভিশনে দুপুর সোয়া ১২ টায় প্রচার হবে নাটক ‘পবন মাঝি’, দুপুর ১ টা ২০ মিনিটে প্রচারিত হবে গান ও কবিতার অনুষ্ঠান ‘বিজয় প্রাণে প্রাণে’এর প্রথম পর্ব। বিকেল সাড়ে ৩ টায় প্রচারিত হবে বিশেষ গানের অনুষ্ঠান ‘বিজয় সন্ধ্যা’। এতে গান পরিবেশন করবেন সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ আরো অনেকেই।

রাত ৮ টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিজয় দিবসের নাটক ‘যেদিন সিঁথির গল্পে সিঁদুর ছিলনা’। ইউসুফ আলী খোকনের গল্প ও মো. আশিকুর রহমানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন সজল, তিশা, কে এস ফিরোজ, মিঠু প্রমূখ। এবং ১০ টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রত্যয়ন করা যাইতেছে যে’। নাটকটি পরিচালনা করেছেন শহীদ- উন-নবী।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজনের অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। এ দিন নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে থাকবেন ‘নোঙর তোল তোল’, ‘জন্ম আমার ধন্য হলো’সহ অনেক কালজয়ী গানের গীতিকার নঈম গহর। সকাল ৯ টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। সকাল ১১ টা ২ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘এ স্টেট ইজ বর্ণ’। দুপুর ১ টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘লিবারেশন ফাইটার্স’। দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচারিত হবে শামীম আক্তারের প্রযোজনায় প্রামাণ্যচিত্র ‘প্রমীলা যোদ্ধা’।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে রয়েছে সত্যেন সেনের ‘পরীবানুর কাহিনী’ গল্প অবলম্বনে বিশেষ অনুনাটক ‘পরীবানু’। পরিচালনা করেছেন আশফাকুর রহমান আশিক। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, তমালিকা কর্মকার, প্রিয়নাথ ভট্টাচার্য, শাহীন আফরোজ প্রমুখ।

রাত আটটায় রয়েছে ফয়েজ রেজার প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘নতুন সকাল’। এতে অতিথি হিসেবে থাকবেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীরুল ইসলাম, আ স ম আবদুর রব, কামাল লোহানী, বেলাল মোহাম্মদ প্রমুখ। রাত নয়টায় রয়েছে নাটক ‘ক্ষুধা অথবা মৃত্যুর গল্প’। টুকু মজনিউলের রচনা ও শান্তা রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, শাহাদাৎ, জহিরউদ্দিন পিয়ার প্রমুখ।

রাত এগারোটায় রয়েছে সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘ও আমার দেশের মাটি’। সাইফুল ইসলামের প্রযোজনায় এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাদশা বুলবুল, তানভীর আলম সজীব, দিনাত জাহান মুন্নী, মৌটুসী ও অনুপমা মুক্তি।

চ্যানেল টোয়েন্টিফোর এ ১৬ ডিসেম্বর দুপুর ৩টা ২০ মিনিটে রয়েছে টেলিছবি ‘বারেক মাঝির বসন’। মাসুম রেজার রচনা ও ইউসুফ হাসান অর্কর পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমনা, পীযুষ বন্দ্যোপাধ্যায় , ঝুনা চৌধুরী প্রমুখ।

১৬ ডিসেম্বর দুপুর ৩টা ০২ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে চলচ্চিত্র ‘ছানা ও মুক্তিযুদ্ধ’। সন্ধ্যা ৬টায় রয়েছে আশীষ খন্দকারের রচনা ও পরিচালনায় টেলিছবি ‘তার কোন নাম নেই’। এতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, রফিকুল ইসলাম, মুহম্মদ আল আমিন প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় রয়েছে আলোচনাসভা, স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ কর্মসূচির আওতায় নির্মিত দীপা খন্দকারের নির্দেশনায় নৃত্যনাট্য ‘শঙ্কাহীন পথচলা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ ও গণসঙ্গীত সমন্বয় পরিষদ। একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শিবু রায়, সালমা চৌধুরী, নমিতা ঘোষ, আমজাদ দেওয়ান, শাহীন সামাদ ও শেখ জমির উদ্দিন। আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী কাজী আরিফ, মনজুরুর রহমান এবং রেজিনা ওয়ালী লীনা।

প্রতি বছরই টিএসসিভিত্তিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিজয় দিবস উপলক্ষে এক বিশাল কর্মযজ্ঞের আয়োজন করে। আর সে কর্মযজ্ঞে, যথানিয়মে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, বিজয় দিবসে তিনদিনব্যাপী ‘স্মৃতিতে বিজয় ২০১২’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালা শুরু হয়েছে ১৪ ডিসেম্বর বিকাল ৫ টা ৩০ মিনিটে। আর শেষ হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে।

No comments

Powered by Blogger.