‘কোনো সমস্যার কথা বললেই তাকে রাষ্ট্রের শত্রু বিবেচনা করা হচ্ছে’

মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, বাক্‌-স্বাধীনতা বন্ধের সংস্কৃতি দেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের একটি পুরনো ঐতিহ্য আছে, আমরা সব সময় ন্যায়ের পক্ষে দাঁড়াই। অধিকারের প্রতি সোচ্চার হই। বিভিন্ন আন্দেলনের মাধ্যমে আমাদের এ অধিকারগুলো আদায় করা হয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা খুবই চিন্তার ব্যাপার। একদিকে রাষ্ট্র পর্যায় থেকে একটা বক্তব্য আসছে দেশে যা কিছু ঘটছে সবকিছুই ইতিবাচক। কোনো সমস্যা নিয়ে যেন কেউ মুখ না খুলে। এসব সমস্যা নিয়ে মুখ খুললে এটা যে গঠনমূলক হতে পারে, সমস্যার কথা জানলে সেটা শোধরানোর সুযোগ হতে পারে। সেটা না ভেবে ধরে নেয়া হচ্ছে কোনো সমস্যার কথা বললেই সে নাকি রাষ্ট্রের শত্রু। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে নাগরিক সমাজের একটা অংশ ঠিক একইভাবে আওয়াজ তুলছেন। এটা অবশ্যই সতর্কবাণী আমাদের জন্য, আমরা মানবাধিকার আরও সুরক্ষা করতে পারব নাকি যেখানে মানবাধিকার লঙ্ঘনের কথাই বলতে পারি না সেখানে সুরক্ষা করার সুযোগটা আমরাই নষ্ট করছি কিনা। অতীতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে যারা চিন্তিত। মানবাধিকার লঙ্ঘনকারিদের দায়মুক্তির ব্যাপারে যারা জবাবদিহি চাইছে। তারা বর্তমানে যেসব মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে তাদের পাশেও দাঁড়াবে এবং রাষ্ট্রের কাছে একটা জবাবাদিহিতার ব্যবস্থা করা হবে  বলে মনে করেন সারা হোসেন।

No comments

Powered by Blogger.