রুলিং সত্ত্বেও সংসদে অসংসদীয় ভাষার ব্যবহার অব্যাহত: টিআইবি

জাতীয় সংসদের স্পিকারের বারবার রুলিং সত্ত্বেও অসংসদীয় ভাষার ব্যবহার অব্যাহত আছে। এ ছাড়া, প্রধান বিরোধী দলের সংসদ অধিবেশন বর্জন আশঙ্কাজনকভাবে বেড়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায়। ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এর আয়োজন করা হয়। চলতি সংসদের অষ্টম থেকে পঞ্চদশ অধিবেশন পর্যন্ত নানা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
এ অবস্থার উন্নতির জন্য টিআইবি বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে। এগুলোর মধ্যে আছে জাতীয় যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে গণভোটের প্রবর্তন এবং সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা; প্রতিবছর সংসদের অধিবেশন কমপক্ষে ১৩০ কার্যদিবস করা; বিকেলের পরিবর্তে সকালে অধিবেশন শুরু করা; সংসদীয় ক্যালেন্ডার প্রবর্তন করা প্রভৃতি। এ ছাড়া, টিআইবি সংসদ বর্জনের সংস্কৃতি প্রতিহত করতে আইন করে দলগতভাবে সংসদ বর্জন নিষিদ্ধ করার সুপারিশ করেছে। অধিবেশন চলাকালে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার নিয়মিত উপস্থিতি নিশ্চিত করারও সুপারিশ করেছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ অন্য কর্মকর্তারা সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.