২৫০ কোটি ডলার সাহায্য চেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক দাতাদের কাছে এ মাসের শেষ নাগাদ ২৫০ কোটি ডলার সাহায্য চেয়েছে লিবিয়ায় বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদ (এনটিসি)। পরিষদের প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রাইল গতকাল মঙ্গলবার এ কথা জানান।
কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে মাহমুদ জিব্রাইল বলেন, সাহায্যের বিষয়টি আলোচনা করতে এনটিসির সদস্যরা আজ বুধবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে দোহায় বৈঠকে বসছেন।
জিব্রাইল বলেন, ‘এখন আমাদের পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে হবে। আশা করছি, রমজান শেষ হওয়ার আগেই সাহায্য পাওয়া যাবে। এ সাহায্য দিয়ে লিবীয় জনগণের বেতন-ভাতা পরিশোধ এবং আহত ব্যক্তিদের চিকি ৎ সা করা হবে।’
জিব্রাইল আশা করছেন, গাদ্দাফির বিরুদ্ধে অভ্যুত্থানের সময় লিবিয়ার জব্দ হওয়া সম্পদ তাঁরা শিগগির পেয়ে যাবেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে জব্দ হওয়া সম্পদ উদ্ধারে চেষ্টা চালাবে। লিবিয়ার প্রায় ১৬ থেকে ১৭ হাজার কোটি ডলারের সম্পদ জব্দ হয়েছে। এ ছাড়া তাঁরা নতুন তথ্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছেন।
মাহমুদ জিব্রাইল বলেন, যত দ্রুত সম্ভব তেলক্ষেত্রগুলোয় পুনরায় কাজ শুরুর পদক্ষেপ নেওয়া হবে।
গৃহযুদ্ধের আগে লিবিয়া প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল উ ৎ পাদন করত। তবে বিশ্লেষকেরা বলছেন, তেলক্ষেত্রগুলো সচল করতে কয়েক মাস লেগে যেতে পারে।

No comments

Powered by Blogger.