সেরা মেধাবীদের ১০ বছর মেয়াদী ভিসা দিচ্ছে চীন

বিদেশ থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করতে দীর্ঘ মেয়াদী ভিসা দেয়া শুরু করেছে চীন। বিশেষ করে প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও বিজ্ঞানীদের আকৃষ্ট করতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর বিবিসির।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, এই মাল্টি এন্ট্রি ভিসা পাঁচ থেকে দশ বছর মেয়াদী।

চীন তার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে চীন প্রথম দিকে বলেছিল, এই ভিসার আওতায় প্রায় ৫০ হাজার বিদেশি সুযোগ পাবে।

আবেদন প্রক্রিয়াটা কেমন?

দীর্ঘমেয়াদী এই ভিসার আবেদন অনলাইনেই করা যায়। এর জন্য কোনো ফি নেয়া হয় না। আর খুব দ্রুতই এসব আবেদন বিবেচনা করা হয়।

যাদের ভিসা দেয়া হবে তারা একদফায় একটানা ১৮০ দিন করে চীনে থাকতে পারবেন। তারা তাদের স্ত্রী এবং ছেলে-মেয়েদের চীনে আনতে পারবেন।

২০১৬ সালে চীন একটি সূচক প্রকাশ করেছিল যেখানে দেশটিতে কোন ধরনের বিদেশি কর্মী দরকার তা চিহ্নিত করা হয়েছিল।সেখানে অদক্ষ কর্মীর সংখ্যা কমিয়ে মেধাবী বিদেশি কর্মীদেরই বেশি গুরুত্ব দেয়া হয়।

চীনা সরকারের একটি দলিলে এই সেরা মেধাবীদের তালিকায় যাদের কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে আছে নোবেল পুরস্কার বিজয়ী, সফল অলিম্পিক অ্যাথলেট ও সঙ্গীত বা শিল্পকলার বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা।

শীর্ষ বিজ্ঞানী, বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বা নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এই তালিকায় আছেন।

No comments

Powered by Blogger.