নির্বাচনী জনমত জরিপ নিষিদ্ধের দাবি কংগ্রেসের

ভারতে প্রাক-নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কংগ্রেস। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন চরম উত্তপ্ত হয়ে উঠেছে। অপরদিকে, প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে, একের পর এক দুর্নীতিতে জড়ানোর মতো ঘটনা থেকে শুরু করে নানা জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের সমর্থন হারিয়েছে কংগ্রেস। তাই প্রাক-নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে তারা। তবে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস।
২০১৪ লোকসভা নির্বাচনের আগে সব রকম প্রাক-নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে ক্ষমতাসীন কংগ্রেস। এই চিঠিকে ঘিরেই যাবতীয় বিতর্কের শুরু হয়। সোমবার এই চিঠির কথা জানাজানি হলে চরম উত্তেজনা দেখা দেয় রাজনৈতিকমহলে। প্রাক-নির্বাচনী সমীক্ষা মাত্রই ভুল, এ কথা মানে না কংগ্রেস। কিন্তু প্রাক-নির্বাচনী সমীক্ষাকে নিজেদের উদ্দেশে ব্যবহারের আশংকা থেকেই যায়। রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কয়েকটি ক্ষেত্রে প্রাক-নির্বাচনী সমীক্ষা ভুল প্রমাণিত হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে, প্রাক-নির্বাচনী সমীক্ষাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রাক-নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে পক্ষান্তরে মানুষের কথা বলার অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে কংগ্রেস। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে ব্লগে লিখেছেন, যে সরকার প্রাক-নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার মধ্যদিয়ে জনমতকে অস্বীকার করতে চায়, সেই সরকারকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেয়া উচিত। ইন্ডিয়া টুডে।

No comments

Powered by Blogger.