শান্তিতে নোবেল পেতে পারে মালালা

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই এ বছর শান্তিতে নোবেল পেতে পারে বলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। মালালার সঙ্গে নোবেল জয়ে এ বছরের দৌড়ে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুখওয়েগে এবং রাশিয়া ও বেলারুসের দু’জন মানবাধিকার সংগঠকও আছেন আলোচনায়। প্রথা অনুযায়ী সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে শুরু হবে ৬টি শাখায় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। স্টকহোমে সোমবার গ্রিনিচমান সময় সাড়ে ৯টায় চিকিৎসায় নোবেল জয়ী বা নোবেল জয়ীদের নাম ঘোষণা করবেন জুরি বোর্ড। তবে প্রতি বছরের মতো এবারও শান্তি ও সাহিত্যে নোবেল কে পাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এবার শান্তিতে নোবেলের জন্য রেকর্ড সংখ্যক ২৫৯ জন মনোনয়ন পেয়েছেন।
১১ অক্টোবর সব জল্পনা-কল্পনার অবসান হবে নরওয়ের নোবেল কমিটির ঘোষণায়। শান্তি পুরস্কারবিষয়ক নোবেল কমিটির তালিকা থেকে নিজে একটি ছোট তালিকা প্রস্তুত করেন অসলোর পিস রিসার্চ ইন্সটিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বের্গ হার্পভিকেন। ২০০৯ সাল থেকে তিনি এমনটি করে আসছেন। তার এবারের ছোট তালিকার শীর্ষ রয়েছে মালালা ইউসুফজাই। হার্পভিকেন বলেছেন, সে (মালালা) শুধু মেয়েদের এবং শিশুদের শিক্ষা ও নিরাপত্তার অধিকারের প্রতীক হয়ে উঠেনি, চরমপন্থা ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়েও উঠেছেন। উল্লেখ্য মাত্র ১৬ বছরের মেয়েকে শান্তিতে নোবেলের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার দেয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে বলেও দ্বিমত রয়েছে।

No comments

Powered by Blogger.