পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার দুই ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া দু’টি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রকে পূর্ব উপকূলে সরিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ বার্তা সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। এদিকে পিয়ং ইয়ংয়ের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।
ওদিকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংবলিত দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে জানা গেছে। ঊর্ধ্বতন সামরিক কর্মকতাদের উদ্ধৃতি দিয়ে ইয়নহাপ জানিয়েছে সপ্তাহের গোড়ার দিকে উত্তর কোরিয়া দু’টি মুসুডান ক্ষেপণাস্ত্র ট্রেনে করে পূর্ব-উপকূলে পাঠিয়েছে এবং সেখানে মোবাইল লঞ্চার হিসেবে মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। এর আগে একটি ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যাপারে সিউলের প্রতিরক্ষামন্ত্রী কিম কওয়ান-জিন বলেছিলেন, ওই ক্ষেপণাস্ত্রটি উল্লেখযোগ্য দূরত্বে আঘাত হানতে সক্ষম হলেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আঘাত করতে পারবে না। সেটা হয়তো সামরিক কুচকাওয়াজ বা পরীক্ষামূলকভাবে চালানোর জন্য আনা হয়েছে বলে তিনি মন্তব্য করেছিলেন। এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলেছিল পরমাণু অস্ত্র ব্যবহারসহ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপারে তারা চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। সেনাবাহিনী বলেছিল যুদ্ধের সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে। এদিকে হোয়াইট হাউস বলেছে, কোরিয়া উপদ্বীপের সামপ্রতিক অগ্রগতির প্রেক্ষিতে তারা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।  হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে  বলেছেন, এখন আমরা যা দেখছি সেটা উত্তর কোরিয়ার বেশ পরিচিত আচরণ। তাদের এ ধরনের আচরণ দুঃখজনক হলেও বেশ পরিচিত। তিনি বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে বক্তব্য এবং পদক্ষেপ নেয়া হচ্ছে সে সব কিছুর দিকেই আমরা গভীর নজর রাখছি। এসব কার্যক্রম এবং বক্তব্যের উপযুক্ত জবাব দিতেও আমরা পদক্ষেপ নিচ্ছি। পেন্টাগন এক ঘোষণায় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য হামলা প্রতিহত করতে তারা গুয়ামের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সীমানায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ত্বরান্বিত করবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংবলিত দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। বিবিসি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলেছেন এ যুদ্ধজাহাজ দু’টি পূর্ব ও পশ্চিম উপকূলে মোতায়েন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পরিস্থিতি নজরে রাখতে দক্ষিণ কোরিয়া এজিস প্রতিরক্ষা ব্যবস্থা সংবলিত দু’টো যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে ইয়নহাপ বার্তা সংস্থা জানিয়েছে।

No comments

Powered by Blogger.