ভারতে রাতে চালানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে

প্রথমবারের মতো রাতে উেক্ষপণ করা একটি ভারতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। গত সোমবার রাতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
ওই কর্মকর্তা জানান, ভারতের পূর্ব উপকূলে হুইলার দ্বীপ থেকে আড়াই হাজার কিলোমিটার পাল্লার ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। কিন্তু তা সফল হয়নি। এর আগে অনেকবার দিনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলেও এবার প্রথমবারের মতো রাতে পরীক্ষা চালানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি। ২০ মিটার দীর্ঘ ও ১৬ টন ওজনের ক্ষেপণাস্ত্রগুলো এক টন সাধারণ বা পরমাণু বিস্ফোরক বহনে সক্ষম।
ভারতের কাছে তিন হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এই ক্ষেপণাস্ত্রও পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এ ছাড়া অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা দেড় হাজার কিলোমিটার। পরমাণু শক্তিধর প্রতিবেশী চীন ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার অংশ হিসেবেই ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এসব ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে।

No comments

Powered by Blogger.