চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী: ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে ২ ঘণ্টায়

ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে মাত্র ২ ঘণ্টায় যাতায়াত করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। গতকাল রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম হাইস্পিড ট্রেন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও   ডিজাইন নির্মাণের চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, হাইস্পিড ট্রেন লাইন যৌথভাবে নির্মাণ করবে বাংলাদেশ রেলওয়ে, চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন (চায়না) এবং মজুমদার এন্টারপ্রাইজ (বাংলাদেশ)। ঢাকা-চট্টগ্রাম রেলপথ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। প্রস্তাবিত রুট অনুযায়ী এর দৈর্ঘ্য ৯১ কি.মি. কমে হবে ২৩০ কি.মি.। ২০০ কি.মি. গতির ট্রেন চালানোর মাধ্যমে দেড় থেকে দুই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করা যাবে। এতে করে দ্রুত যাত্রী ও পণ্য পরিবহন করা সম্ভব হবে। দেশের অর্থনীতির উন্নয়নে এই ট্রেন সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলখাতের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। ফলে নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে।
এ রেললাইন তৈরির চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. কামরুল আহসান এবং কনসালটেন্সির পক্ষে কোম্পানির বিজনেস ম্যানেজার লিও উইচাও। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিটেইলড ডিজাইন কাজ শেষ করবে। বাংলাদেশি টাকায় ১০২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৭৩০ টাকা চুক্তি মূল্য। সরকারের  নিজস্ব অর্থায়নে কনসালটেন্সি সার্ভিসের কাজ করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন, কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.