ট্রেনের টিকিটের জন্য কাড়াকাড়ি

কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য ভিড় ছবি: নাসির উদ্দিন
আজ ৬ই জুন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। দেয়া হবে ১৫ই জুনের টিকিট। গতকাল কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন ছিল। বিক্রি হয়েছিল ১৪ই জুনের টিকিট। গত কয়েকদিনের তুলনায় এদিন টিকিট প্রত্যাশী বেড়েছিল কয়েকগুণ। দুপুর গড়িয়ে বিকালেও কমেনি যাত্রীদের চাপ। গভীর রাত থেকে শুরু করে কাউন্টারের সামনে লাইন ধরে দাঁড়িয়েছেন টিকিট-প্রত্যাশীরা। ঘরমুখো মানুষের ভিড় সামলাতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয়েছিল কর্তৃপক্ষকে। সকাল ৮টা থেকে স্টেশনের ২৬টি কাউন্টার থেকে একযোগে ১৪ই জুনের টিকিট বিক্রি শুরু হয়। গভীর রাত থেকে কাউন্টারে দাঁড়িয়ে যখন টিকিট নামক সোনার ‘হরিণ’টি হাতে পাচ্ছিলেন, তখন অনেকেই আনন্দে চিৎকার করে উঠছেন। আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিরক্তিও প্রকাশ করছেন কেউ কেউ। এদিকে কাউন্টারের সামনে প্রথম দিকে দাঁড়িয়েও এসি কেবিনের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। লালমনিরহাটগামী লালমনী এক্সপ্রেসের টিকিট-প্রত্যাশী রবিউল বলেন, রাত ১১টার দিকে এসে কাউন্টারের প্রথম সিরিয়াল ধরি। সারারাত শুধু ঘড়ির কাঁটা দেখতে থাকি কখন সকাল ৮টা বাজবে। যথাসময়ে কাউন্টার খোলা হলো। এসি টিকিট চেয়ে ছিলাম। পেলাম না। কাউন্টার থেকে জানানো হয় এসি টিকিট নেই। পরে বাধ্য হয়েই এসি চেয়ারের টিকিট নিয়েছেন তিনি। এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, অন্যদিনের তুলনায় গতকাল যাত্রীদের চাপ অনেক বেশি ছিল। আমরা কোনো টিকিট আটকে রাখি না। যতক্ষণ পর্যন্ত একটি টিকিট আছে, ততক্ষণ পর্যন্ত যাত্রীরা টিকিট পাবেন। ঈদের সময় সবার চাহিদা থাকে এসি টিকিটের। কিন্তু আমাদের তো সম্পদ সীমিত, এর মধ্যে সবাইকে খুশি করা সম্ভব না। তিনি আরো বলেন, কাউন্টারে টিকিট বিক্রির শুরুর সঙ্গে সঙ্গে ২৫ শতাংশ অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি, ৫ শতাংশ স্টাফ কোটায় চলে গেছে। এ ছাড়া নির্দিষ্ট রুটের নির্দিষ্ট কাউন্টার ছাড়া নারী ও বিশেষ কাউন্টারসহ মোট তিনটি কাউন্টারে একইসঙ্গে বিক্রি শুরু হয়েছে। আর একজন ৪টি করে টিকিট নিতে পারছেন। তাহলে আর অবশিষ্ট কয়টি টিকিট থাকে? এমনিতেই তো এসি টিকিটের সংখ্যা কম। উল্লেখ্য, কমলাপুর রেলস্টেশনে এবার শুরু থেকেই টিকিট কাউন্টারের সংখ্যা বাড়িয়ে ২৬টি করা হয়েছে। গত ১লা জুন থেকে শুরু হওয়া ঈদের আগাম টিকিট বিক্রি আজ বুধবার শেষ হচ্ছে। যারা ১লা জুন টিকিট সংগ্রহ করেছেন তারা ঈদ যাত্রা শুরু করবেন ১০ই জুন। প্রতিদিন সকাল  ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন দেয়া হয়েছে ২৩ হাজার ৫১৪টি টিকিট। এ ছাড়া, ঈদফেরত যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি করা হবে। এসব স্টেশনে ১০ই জুন পাওয়া যাবে ১৯ জুনের টিকিট। এরপর ১১ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত ক্রমান্বয়ে ২০ থেকে ২৪ শে জুনের টিকিট মিলবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

No comments

Powered by Blogger.